Top
সর্বশেষ

পঞ্চগড়ে টিসিবির পণ্য বিতরণের প্রস্তুতি সম্পন্ন

১৯ মার্চ, ২০২২ ১:৪৯ অপরাহ্ণ
পঞ্চগড়ে টিসিবির পণ্য বিতরণের প্রস্তুতি সম্পন্ন
পঞ্চগড় প্রতিনিধি :

সরকারের ভর্তুকি মূল্যে পণ্য বিক্রয় কার্যক্রমের আওতায় পঞ্চগড়ে ৬৯ হাজার ৭৫ পরিবারকে কম মূল্যে পণ্য বিতরণ করা হবে। জেলা প্রশাসনের সহযোগিতায় ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের (টিসিবি) এসব পণ্য সরবরাহ করবে। পঞ্চগড় জেলার পাঁচ উপজেলা ও ৩টি পৌরসভায় নির্ধারিত ১৬ জন ডিলারের মাধ্যমে প্রথম দফায় ৩টি পণ্য (মসুর ডাল, সয়াবিন তেল ও চিনি) বিক্রি করা হবে।

শনিবার (১৯ মার্চ) পঞ্চগড় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে টিসিবির পণ্য বিতরণ বিষয়ে স্থানীয় গণমাধ্যম কর্মীদের নিয়ে প্রেস ব্রিফিংকালে জেলা প্রশাসক মো. জহুরুল ইসলাম এসব তথ্য দিয়েছেন।

এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আজাদ জাহান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) দীপঙ্কর রায়, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট জয়শ্রী রানী রায়, পঞ্চগড় সদর উপজেলা নির্বাহী অফিসার মাসুদুল হক, পঞ্চগড় প্রেসক্লাবের সভাপতি সফিকুল আলমসহ জেলা পর্যায়ে কর্মরত গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

প্রেস ব্রিফিংয়ে জেলা প্রশাসক মো. জহুরুল ইসলাম জানান, আগামী ২০ মার্চ রেলপথ মন্ত্রী অ্যাডভোকেট নুরুল ইসলাম সুজন উপস্থিত থেকে টিসিবির পণ্য রিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন। ইতোমধ্যে প্রত্যেক পরিবারকে ফ্যামিলি কার্ড সরবরাহ করা হয়েছে। ইউনিয়ন পর্যায়ে ওয়ার্ড মেম্বার ও পৌরসভায় কাউন্সিলররা সুবিধাভোগীদের তালিকা তৈরি করেছেন। এই তালিকা অনুযায়ী নির্বাহী ম্যাজিস্ট্রেটদের উপস্থিতিতে প্যাকেট করছে জেলা প্রশাসন। প্যাকেট সম্পন্ন হওয়ার পর তা যাবে টিসিবি ডিলারদের হাতে। ডিলাররা জেলা প্রশাসন থেকে পাওয়া তালিকা অনুযায়ী প্যাকেট পৌঁছে দিবেন সুবিধাভোগীদের কাছে। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেটগণ পণ্য প্যাকেটিং করার দায়িত্বে রয়েছেন। আর বিতরণ কার্যক্রম তদারকিতে ট্যাগ অফিসার নিযুক্ত করা হয়েছে।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, রোজার আগে ছোলা সংযুক্ত হয়ে ৪টি পণ্য বিতরণ করা হবে। ভ্রাম্যমাণ ট্রাক থেকে একজন কার্ডধারী ৫৫ টাকা কেজি দরে দুই কেজি চিনি, ১১০ টাকা দরে দুই লিটার সয়াবিন তেল ও ৬৫ টাকা কেজি দরে দুই কেজি মসুর ডাল কিনতে পারবেন। টিসিবির ১৬ জন ডিলারের মাধ্যমে পাঁচটি উপজেলার ৪৩ টি ইউনিয়ন ও তিনটি পৌরসভায় এসব পণ্য সরবরাহ করা হবে। যাতে কোনো রকম অসুবিধা ছাড়াই সুবিধাভোগীদের কাছে ভর্তুকির এসব পণ্য পৌঁছায়, তার জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে সবকিছু করা হচ্ছে। কবে কোথায় কখন টিসিবির পণ্য সরবরাহ করা হবে তা ইতোমধ্যে জেলা ও উপজেলা প্রশাসন জানিয়ে প্রচারণা শুরু করেছেন।

রেলপথ মন্ত্রী অ্যাডভোকেট মো. নূরুল ইসলাম সুজন এমপির রবিবার সকালে পঞ্চগড় বিপি সরকারি উচ্চবিদ্যালয় চত্বরে পঞ্চগড় পৌর এলাকার ৭.৮,৯ নম্বর ওয়ার্ডের এক হাজার ৩৪০ জনকে টিসিবির পণ্য সরবরাহ কার্যক্রমের উদ্বোধন করার কথা রয়েছে।

শেয়ার