হাইকোটের নিষেধাজ্ঞা অমান্য করে লক্ষ্মীপুর সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ মাঈন উদ্দিন পাঠান ও আব্দুল লতিফ গংদের বিরুদ্ধে সাংবাদিক পরিবারের জমি সন্ত্রাসী কায়দায় অবৈধভাবে জবরদখল করার অভিযোগ উঠেছে।
সরকারি ছুটির দিনকে কাজে লাগিয়ে তিন দিন যাবত (১৭ মার্চ ২০২২ থেকে বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার পযন্ত) লক্ষ্মীপুর পৌরসভার ৭ নং ওয়ার্ড সমসেরাবাদ গ্রামের আলী মুদ্দিন বেপারী বাড়ির সাংবাদিক পরিবারের জমি দখলে নেয় অভিযুক্তরা।
সাংবাদিক আলমগীরের পিতা মমিন উল্ল্যাহ জানিয়েছেন ৭৫ নং সমসেরাবাদ মৌজার ১১০৫, ১১০৭ দাগে ১২ ডিং জমি ওয়ারিশ ও ক্রয় সূত্রে মালিক মমিন উল্যাহ গং।
তিনি ১৯৭৭ সালের ৫ জানুয়ারি সাবকবলা দলিল মূলে জালাল আহম্মেদ,সুজিয়া থেকে ৬.৭৫ শতাংশ জমি ক্রয় করেন, যাহার বায়া দলিল ৩১ আগষ্ট ১৯৪২ ইং সনের দলিল নং ৩৫০৫। যাহার সিএস ১১, এসএ ১৫, ডিপি ১৬৭৯ বতর্মান ডিপি ৫১৭৬। তিনি এলাহি বক্স তার মেয়ে সুজিয়া খাতুন, জামাতা জালাল আহম্মেদ থেকে ৬. ৭৫ শতাংশ জমি ক্রয় করেন মমিন উল্ল্যাহ।
এ জমি নিয়ে দীর্ঘ দিন বিরোধ চলে আসছে মাঈন উদ্দিন পাঠান গং এবং আব্দুল লতিফ গংদের সাথে।
এ সম্পক্তি নিয়ে মহামান্য হাইকোর্ট রিভিশন মামলা করেন মফিজ উল্ল্যা গং যাহার সিভিল রিভিশন নং ৪৫/২০২২ ইং।
৬ মাসের জন্য বিরোধকৃত সম্পক্তিতে নিষেধাজ্ঞা দেন মহামান্য হাইকোর্ট ।
মহামান্য হাইকোর্টের নিষেধাজ্ঞা অমান্য করে মাঈন উদ্দিন পাঠান , আব্দুল লতিব গং প্রায় দেড় থেকে ২ শতাধিক লাঠিয়াল বাহিনী নিয়ে অবৈধভাবে ভোগদখলকৃত সম্পক্তি পুলিশের উপস্থিতিতে দখল করেন। বাড়ি ঘর ভাংচুর করে লুটে নেয় পাঠানগংরা।
এসময় জমির মালিক মমিন উল্ল্যাহ বলেন, এ সম্পক্তি মাঈন উদ্দিন পাঠানের পাঁচ মাস আগে আমার কিনা।
উনি যে একতের নেছা থেকে জমি কিনেছেন তার মালিকানার কোন সত্ত্ব নেই।
এর আগে গত ১৩ ই মার্চ ২০২২ ইং তারিখে লক্ষ্মীপুর পুলিশ সুপার, সদর উপজেলা নির্বাহী অফিসার, জেলা প্রশাসক, লক্ষ্মীপুর প্রেসক্লাব বরাবর পুলিশের সহযোগিতা চেয়ে একটি লিখিত দরখাস্ত করেন জমির মালিক মমিন উল্ল্যাহ গং।
মাঈন উদ্দিন পাঠানকে ভূমিদস্যু হিসেবে উল্লেখ করা হয়। পাশাপাশি জমি দখলের সময় উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর সদর উপজেলার চেয়ারম্যান সালাহ উদ্দিন টিপু, স্থানীয় মাতব্বর জবর দখল বাজ আলমগীর হোসেন রতন, টিটু বিদ্যুত বাশার, পাটওয়ারী বাড়ির স্বপন, মাটিয়া সফিক জড়িত বলে দাবি করা হয়।
এসময় অবৈধভাবে জমি দখল বাজেরা জমি দখল করতে এসে কয়েকজন নারীর উপর হামলা করে এবং একটি টিনের ঘর ভাংচুর করে নিয়ে যায় পরে গাছ গাছরা কেটে জবর দখল করে।
৯৯৯ ফোন করার পর সদর থানার এস আই সোহেল, শহর পুলিশ ফাঁড়ির কাউসার ঘটনার স্থানে যান তাদের উপস্থিতিতে ভূমি দস্যু মাঈন উদ্দিন পাঠানের বাহিনী জবর দখলে অব্যহত থাকেন, পুলিশ নিরব দর্শকের ভূমিকা পালন করেন। পুলিশের কোন সহযোগিতা পায়নি ভুক্তভোগী পরিবার।
২০১৬ সালে অভিযুক্তরা একই কায়দায় ১১০৬ দাগের প্রায় ২ শতক সম্পত্তি জবরদখল করেল বাউন্ডারি ওয়াল নির্মান করে। ঐ জমি নিয়ে মহামান্য হাইকোর্টে মামলা চলমান রয়েছে যাহার মামলা নং ৫০৮২/২০০৬।
নিরাপত্তা হীনতা ভুক্তেছে সাংবাদিক পরিবার। ভুক্তভোগী পরিবার ভূমিদস্যু মাঈন উদ্দিন পাঠান, এবং আব্দুল লতিফ গংদের ভয়ে নিরাপত্তাহীনতা ভুকছে মমিন উল্লা পরিবার ও তার গংয়ের হাত থেকে রক্ষা পেতে প্রশাসনের সহযোগিতা কামনা করেন।
কিন্তু পুলিশ ঘটনার স্থানে গিয়ে দখল বাজদের পক্ষ নিয়েছেন বলে অভিযোগ পাওয়া যায়।
অভিযোগ কারীদের কোন সহযোগিতা করেনি।
পুলিশ সুপার ডঃএইচ কামরুজ্জামানকে জানালে তিনি বলেন, ওসিকে বলেছি কাজ বন্ধ করতে। কিন্তু সদর থানা ওসি নির্মাণাধীন কাজ বন্ধ করেনি। বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার দখল ও নির্মানাধীন কাজ চলমান রেখেছেন মাঈন উদ্দিন পাঠান।