Top
সর্বশেষ

স্কেভেটরে আগুন দিল গ্রামবাসী

১৯ মার্চ, ২০২২ ৬:০৭ অপরাহ্ণ
স্কেভেটরে আগুন দিল গ্রামবাসী
ফেনী প্রতিনিধি :

ফেনীর ফুলগাজী উপজেলার ঘনিয়ামোড়া গ্রামস্থ মুহুরী নদীর জেগে উঠা চরে মাটি কাটার সময় দুটি স্কেভেটরে আগুন ধরিয়ে দিয়েছে গ্রামবাসি । গত শুক্রবার রাত ১টার দিকে এ ঘটনা ঘটে । এছাড়া মাটিবাহী ৪টি ড্রাম ট্রাক  আটক করে পুলিশের কাছে হস্তান্তর করে গ্রামবাসি।

ফুলগাজী থানার ওসি মঈন উদ্দিন বলেন, ওই এলাকায় স্কেভেটর মেশিন দিয়ে মাটি কাটতে গেলে স্থানীয় লোকজন স্কেভেটর চালকদেরকে মাটি কাটতে বাধা দেয়। বাধা উপেক্ষা করে মাটি কাটা চালু রাখলে এলাকার স্থানীয় লোকজন উত্তেজিত হয়ে দুটি স্কেভেটর মেশিন আগুন লাগিয়ে পুড়িয়ে দেয় এবং ৪টি মাটিবাহি ড্রাম ট্রাক আটক করে। খবর পেয়ে ফুলগাজী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রন করে এবং ৪ টি ড্রাম ট্রাক পুলিশ হেফাজতে থানায় নিয়ে আসে। পোড়ানো ২ টি স্কেভেটর পুলিশি হেফাজতে আছে । স্কেভেটর ও ট্রাক চালকরা পালিয়ে যায়। স্কেভেটর মালিক ও ট্রাক মালিকদের সনাক্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে ।

ফুলগাজী উপজেলা চেয়ারম্যান আব্দুল আলিম বলেন, ইটভাটার কিছু দালাল রাতের আঁধারে কৃষি জমি ও নদীর পাড়ের মাটি ভাটায় নিয়ে যায় । প্রশাসনের ভয়ে দিনে কাটতে পারেন না। গ্রামবাসী নিরুপায় হয়ে স্কেভেটরে আগুন দিয়েছে । তিনি আরো বলেন, যারা মাটি লুটের কাজে জড়িত, সবাইকে আইনের আওতায় আনতে প্রশাসনকে বলেছি।

উল্লেখ্য, ফেনীতে অবাধে কাটা হচ্ছে কৃষিজমির মাটি। আশঙ্কাজনক হারে উর্বরতা হারাচ্ছে ফসলি জমি। রাতের আঁধারে সাবাড় করে দিচ্ছে ফসলি জমির ওপরের অতিগুরুত্বপূর্ণ পুষ্টি সমৃদ্ধ মাটি (টপ সয়েল)। এ সব কৃষিজমির মাটি অবাধে কেটে নিয়ে যাচ্ছে ইটভাটাগুলো। আর এই কাজে সহযোগিতা করছে কিছু অসাধু মাটি ব্যবসায়ী-দালাল। এভাবে মাটি কাটায় কোনো ফসলের জমি পুকুরে পরিণত হচ্ছে। এতে হতাশ হয়ে পড়ছেন কৃষকরা। মাটিবাহী ট্রাক্টরের চলাচলে ক্ষতিগ্রস্ত হচ্ছে গ্রামীণ সড়ক।

শেয়ার