বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) কমিটি ফর ওমেন্স ফুটবলের আয়োজনে জেএফএ অ-১৪ মহিলা জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশীপ ২০২২ শেরপুর ভেন্যুর খেলা শুরু হচ্ছে আগামীকাল ২০ মার্চ রবিবার। শেরপুর ভেন্যুতে ৫টি জেলার অ-১৪ নারী ফুটবল দল প্রাথমিক রাউন্ডে নকআউট ভিত্তিতে অংশগ্রহণ করছে।
দলগুলো হলো-ময়মনসিংহ, টাঙ্গাইল, কিশোরগঞ্জ, নেত্রকোনা ও স্বাগতিক শেরপুর জেলা। ২০ মার্চ রবিবার বেলা ১টায় শেরপুর শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়াম মাঠে
উদ্বোধনী খেলায় প্রতিদ্বন্দ্বিতা করবে টাঙ্গাইল বনাম নেত্রকোনা জেলা দল। এদিন বিকাল ৪ ঘটিকায় একইমাঠে অনুষ্ঠিত হবে কিশোরগঞ্জ বনাম ময়মনসিংহ জেলার মধ্যেকার খেলা। পরদিন সোমবার বিকাল ৩ ঘটিকায় স্বাগতিক শেরপুর জেলার সাথে প্রতিদ্বন্দ্বিতা করবে প্রথম খেলার বিজয়ী দল। ২২ মার্চ বিকাল ৩ ঘটিকায় ভেন্যুর ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।
শেরপুর জেলা ফুটবল এসোসিয়েশনের (ডিএফএ) সভাপতি মানিক দত্ত জানান, ইতোমধ্যে খেলার সার্বিক প্রস্তুতি সম্পন্ন হয়েছে। বাফুফে থেকে ভেন্যু সমন্বয়কারী ম্যাচ কমিশনার মানস ঘোস বাবুরাম এবং ৪ নারী ফুটবল রেফারী সহ ৬ জন রেফারী খেলা পরিচালনার জন্য শেরপুর অবস্থান করছেন। জেলা প্রশাসক মো. মোমিনুর রশীদ প্রধান অতিথি হিসেবে আনুষ্ঠানিকভাবে ভেন্যুর খেলা উদ্বোধন করবেন।
উদ্বোধনী অনুষ্ঠানে পুলিশ সুপার হাসান নাহিদ চৌধুরী, পৌর মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন, জেলা মহিলা ক্রীড়া সংস্থার সভাপতি জান্নাতুল ফেরদৌস প্রিয়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকার সম্মতি প্রকাশ করেছেন।
বাফুফে’র ভেন্যু সমন্বয়কারী ম্যাচ কমিশনার মানস ঘোস বাবুরাম বলেন, জাপান ফুটবল এসোসিয়েশনের পৃষ্ঠপোষকতায় প্রতিবছর জেএফএ অ-১৪ মহিলা জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশীপ অনুষ্ঠিত হয়ে আসছে। দেশের ৭টি ভেন্যুতে এবার ৪২টি জেলা দল অংশগ্রহণ করছে। আগামী ২৫ মার্চ রাজশাহীতে আঞ্চলিক ভেন্যুর চ্যাম্পিয়ন ৭ দল এবং আঞ্চলিক ভেন্যুর রানারআপ দলগুলোর মধ্য হতে সেরা রানারআপ দল সহ ৮টি দলকে নিয়ে চুড়ান্তপর্বের খেলা অনুষ্ঠিত হবে।
তিনি জানান, আঞ্চলিক ভেন্যুতে অংশগ্রহণের জন্য প্রতিটি দলকে ২০ হাজার টাকা পার্টিসিপেশন মানি দেওয়া হচ্ছে। ইতোমধ্যে ৪টি আঞ্চলিক ভেন্যুর খেলা শেষ হয়েছে। শেরপুরসহ ৩টি ভেন্যুর খেলা রবিবার থেকে শুরু হচ্ছে। এ চ্যাম্পিয়নশীপে অংশগ্রহনকারী কিশোর নারী ফুটবলারদের মধ্য থেকেই আগামীর সম্ভাবনাময় খেলোয়াড় বের হয়ে আসবে এবং তারা একসময় জাতীয় দলের প্রতিনিধিত্ব করবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন মানস ঘোস বাবুরাম।