সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম উৎসব দোলযাত্রা। এ উপলক্ষে নানা রঙে রঙিন হয়ে উঠেছিল নীলফামারীর বিভিন্ন মন্দির।
শুক্রবার (১৮ মার্চ) দিনব্যাপী পালন করা হয় রঙিন এই উৎসব। নীলফামারী হোলি উদযাপন কমিটির আয়োজনে দুপুরে বিভিন্ন মন্দির পাড়া মহল্লায় এই উৎসব অনুষ্ঠিত হয়। উৎসবে অংশ নিয়ে উল্লাস করা তরুণ-তরুণীরা বলেন, ধর্ম যার যার, কিন্তু উৎসব তো সবারই।
উৎসবে কেমন আন্দন করলেন জানতে চাইলে প্রমি দাস বলেন, দোলযাত্রা একটি হিন্দু বৈষ্ণব উৎসব। এই উৎসবের অপর রাম বসন্তোৎসব। চৈত্র মাসের পূর্ণিমা তিথিতে দোলযাত্রা অনুষ্ঠিত হয়।
তিনি আরও বলেন, প্রতিবারের মতো এবারও আমরা এই দোলযাত্রা উপলক্ষে নানা আয়োজন করেছি। আমাদের এখানে সব ধর্মের লোকেরাই অংশগ্রহণ করে থাকেন। সবাইকে নিয়েই এই দিনটি আমরা এক সঙ্গে আনন্দের মধ্যে পালন করি।
পরে সবার মাঝে প্রসাদ বিতরণ করে উৎসবের সমাপ্তি হয়।