আজ ১৯শে মার্চ সকাল সাড়ে ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নাটোরের উপ পরিদর্শক মতিয়ার রহমানসহ সঙ্গীয় ফোর্স নিয়ে এক অভিযান চালিয়ে প্রাইভেটকারসহ তাঁদের আটক করা হয়। আটককৃতরা হলেন, ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলার মুসুল্লি গ্রামের ছামছুল ইসলামের ছেলে
মকলেছুর রহমান (৩২) এবং গাইবান্ধা উপজেলার বানিয়ার জান গ্রামের মৃত ফজলুল হকের ছেলে নাজমুল হক (৩৪)।
বহনকারী সাদা রঙ্গের প্রাইভেটকারটি নং ঢাকা মেট্র গ ২৭-৫৪৩৪। অভিযুক্তরা ওই প্রাইভেটকার ব্যবহার করে ঢাকার অভিমুখে যাচ্ছিল। প্রাইভেটকারটি থানায় জব্দ করা হয়েছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ নাটোর অধিদপ্তরের উপ পরিদর্শক মতিয়ার রহমান বাদী হয়ে তাঁদের নামে মামলা দায়ের করেছেন।