রোববার (২০মার্চ) সকালে জেলা শহরের আসামবস্তি সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে প্রধান অতিথি থেকে এ কার্যক্রমের উদ্বোধন করেন- খাদ্য মন্ত্রণালয় সর্ম্পকিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি।
এসময় জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান, পৌর মেয়র আকবর হোসেন চৌধুরী, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমা বিনতে আমিন,৭নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ জামাল উদ্দীন, ৫নং ওয়ার্ড কাউন্সিলর বাচিং মারমা, রাঙামাটি কোতয়ালী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা কবির হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও উপকারভোগীরা উপস্থিত ছিলেন।
দীপংকর তালুকদার বলেন, দ্রব্য মূল্যের উর্দ্ধগতি ও আসন্ন মাহে রমজানে প্রধানমন্ত্রী দেশের নি¤œ আয়ের মানুষের কথা চিন্তা করে ফ্যামিলি কার্ডের মাধ্যমে টিসিবি পণ্য বিক্রয়ের সিদ্ধান্ত নিয়েছেন। ইতিমধ্যে রাঙামাটির নিম্ন আয়ের ৮৭ হাজার ৩৪০ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ করা হয়েছে।
রোববার ১২শ পরিবারের মাঝে টিসিবি পণ্য বিক্রয় করা হবে। পর্যায়ক্রমে বাকিদের মাঝেও এ পণ্য বিক্রয় করা হবে।
প্রথম ধাপে ৫নং ওয়ার্ডে প্রায় ১২শ পরিবারে কাছে ২লিঃ সয়াবিন, ২ কেজি ডাল ও ২ কেজি চিনির প্যাকেজ বিক্রি করা হয়।