বাংলাদেশ জাতীয়তাবাদী দল হাজীগঞ্জ উপজেলা বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সন্ধায় উপজেলা বিএনপির দলীয় অস্থায়ী কার্যালয়ে হাজীগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব ইমাম হোসেনের সভাপতিত্ব ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এ রহিম পাটোয়ারীর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য চাঁদপুর জেলা বিএনপির সাবেক সভাপতি লায়ন ইঞ্জিনিয়ার মমিনুল হক।
ওই সময় তিনি বলেন, ২০১৮ সালের মতো ২৩ সালে নির্বাচন হবে না। আর নির্বাচন করলে তারা শেখ হাসিনাকে ছাড়া নির্বাচনে অংশ গ্রহণ করবে না বলেও জানান।
অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে বক্তৃতা করেন হাজীগঞ্জ পৌর বিএনপির সভাপতি নাজমুল আলম চৌধুরী, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক খোরশেদ আলম ভুট্টো, সাবেক কমিশনার সিরাজুল ইসলামসহ হাজীগঞ্জ উপজেলার প্রতিটি ইউনিয়ন বিএনপির সভাপতি, সহ-সভাপতি, সাধারণ সম্পাদক, যুগ্ম সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকেরা।
ওই সময় বক্তারা তাদের ইউনিয়ন বিএনপি, যুবদল, শ্রমিকদল ও ছাত্রদলের বিভিন্ন সমস্যা ও যেই ইউনিয়নে যুবদলের কমিটি নেই সেই ইউনিয়নে যুবদলের কমিটি ঘোষণা করার আহবান জানানো হয়।