Top
সর্বশেষ

প্রথম ঘণ্টায় কমেছে ৪৫ পয়েন্টে, বড় পতনের পথে পুঁজিবাজার

২০ মার্চ, ২০২২ ২:২০ অপরাহ্ণ
প্রথম ঘণ্টায় কমেছে ৪৫ পয়েন্টে, বড় পতনের পথে পুঁজিবাজার

সূচকের পতনের মধ্যদিয়ে সপ্তাহের প্রথম কর্মদিবস রোববার (২০ মার্চ) দেশের পুঁজিবাজারের লেনদেন চলছে।

এদিন লেনদেনের প্রথম ঘণ্টায় দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সূচক কমেছে ৪৫ পয়েন্ট। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সূচক কমেছে ৮১ পয়েন্ট।

ডিএসইর তথ্য অনুযায়ী, রোববার সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত ডিএসইতে ৩৭৬টি প্রতিষ্ঠানের মোট ৭ কোটি ১ লাখ ৫৭ হাজার ১৫৯টি শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে।

এতে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৪৪ দশমিক ৪৬ পয়েন্ট কমে ৬ হাজার ৭২১ পয়েন্টে দাঁড়িয়েছে। অপর দুই সূচকের মধ্যে ডিএসইএসর সূচক কমেছে ৮ দশমিক ৬৪ পয়েন্ট আর ডিএস-৩০ সূচক আগের দিনের চেয়ে কমেছে ১৫ দশমিক ৭৪ পয়েন্ট।

এ সময়ে ডিএসইতে লেনদেন হয়েছে ২৩২ কোটি ৮৮ লাখ ৩২ হাজার টাকা।

অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান সূচক আগের দিনের চেয়ে ৮১ পয়েন্ট কমে ১৯ হাজার ৭৪০ পয়েন্টে দাঁড়িয়েছে। এ সময়ে লেনদেন হয়েছে ৪ কোটি ৬১ লাখ ১০ হাজার ৩০০ টাকার শেয়ারের।

লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ২৪টির, কমেছে ১১১টির। আর অপরিবর্তিত রয়েছে ১৪টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।

শেয়ার