ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার জিনদপুর ইউনিয়নের নীলনগর গ্রামে প্রতিবন্ধী এক মেয়ে প্রতিবেশী ইসমাঈল হোসেন লাল শাহ’র দ্বারা ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। ধর্ষিতার মা এ ঘটনায় নবীনগর থানায় একটি অভিযোগ দায়ের করলে অভিযুক্ত লাল শাহকে আটক করে নবীনগর থানা পুলিশ ।
অভিযোগ সূত্রে জানা যায় শনিবার দুপুরে মেয়েটির মা বাড়ি থেকে জরুরী কাজে প্রতিবেশীর বাড়িতে গেলে এই সুযোগে ইসমাঈল হোসেন ওরফে লাল শাহ (৪৮) প্রতিবন্ধী মেয়েটি একা পেয়ে বিভিন্ন প্রলোভন দেখিয়ে তার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করে। মা বাড়িতে এসে মেয়ের কান্নার শব্দ শুনতে পায় এবং ইসমাঈল হোসেনকে দৌড়ে পালিয়ে যেতে দেখেন। পরে মেয়ের কাছে গিয়ে মেয়েকে বিবস্ত্র অবস্থায় দেখতে পান ।
এবিষয়ে নবীনগর থানার অফিসার ইনচার্জ আমিনুর রশিদ বানিজ্য প্রতিদিন কে জানান, ধর্ষণের অভিযোগে ইসমাইল হোসেনকে আটক করে ব্রাহ্মণবাড়িয়া বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।