আসন্ন পবিত্র রমজান উপলক্ষ্যে টিসিবি’র নিত্য প্রয়োজনীয় পণ্য বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন ঝিনাইদহ জেলার সুযোগ্য জেলা প্রশাসক জনাব মনিরা বেগম। এসময় উপস্থিত ছিলেন ঝিনাইদহ-১ সংসদীয় আসনের মাননীয় সংসদ সদস্য জনাব মোঃ আব্দুল হাই এছাড়াও উপস্থিত ছিলেন ঝিনাইদহ পৌরসভার প্রশাসক মোঃ ইয়ারুল ইসলাম।
রমজান উপলক্ষে ঝিনাইদহের এক লাখ ২০ হাজার ১’শ ৩৩ টি পরিবারকে দেওয়া হবে টিসিবি’র পণ্য। সারাদেশে ১ কোটি পরিবারকে ভর্তুকি মুল্যে টিসিবি’র পণ্য বিতরণ কর্মসূচীর আওতায় ঝিনাইদহেও এ কর্মসূচী ২০ মার্চ (রোববার) শুরু হয়।
জেলার ৬ উপজেলায় ৩৮ জন ডিলারের মাধ্যমে ২ ধাপে এই পণ্য বিক্রি করা হবে। ফ্যামেলী কার্ডের মাধ্যমে নিম্ন আয়ের মানুষ স্বল্পমুল্যে তেল, ডাল ও চিনি কিনতে পারবেন। ১১০ লিটার দরে সয়াবিন, ৫৫ টাকা কেজি দরে চিনি ও ৬৫ টাকা কেজি দরে মসুরের ডাল বিক্রি করা হবে।
আগে যারা ২৫’শ টাকার সরকারী প্রণোদনা পেয়েছেন তারা ছাড়াও নিম্ন আয়ের মানুষ এই তালিকায় রয়েছেন। তবে অভিযোগ উঠেছে, যাচাই বাছাই না করেই পৌরসভার কাউন্সিলররা পুরানো তালিকা দিয়েছেন। করোনায় কর্মহীন ও মধ্যবিত্ত পরিবার এই তালিকায় আছে কিনা তা জানা সম্ভব হয়নি। তবে উপকারভোগীর তালিকা জেলা প্রশাসকের ওয়েবসাইটে উন্মুক্ত করার দাবী জানানো হয় সাংবাদিক সমাজের পক্ষ থেকে।