সারা দেশের ন্যায় মীরসরাইয়ে ও ১৫ শত পরিবারকে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) পণ্য ফ্যামেলি কার্ডের মাধ্যমে টিসিবির পণ্য বিক্রি শুরু হয়েছে।
রোববার সকালে একযোগে উপজেলা মীরসরাই পৌরসভা, বারইয়ারহাট পৌরসভা ও সাহেরখালী ইউনিয়নের এই কার্যক্রম অনুষ্ঠিত হয়। উপজেলা নিবার্হী কর্মকর্তা মিনহাজুর রহমান জানান, রমজানের আগে ও মধ্যবর্তী সময় সরকারের ভর্তুকি মূল্যে পণ্য বিতরণের কাজ আজ থেকে শুরু হয়েছে। কার্ডধারী পরিবারগুলোকে টিসিবির ডিলারদের মাধ্যমে দুই কেজি করে চিনি, মশুর ডাল, সয়াবিন তেল দেয়া হয়।
বেগম আশা নামে এক ক্রেতা বলেন, দ্রব্যমূল্যের উর্দ্ধগতির কারণে কম দামে পণ্য কিনতে পেরে তিনি খুশি। তার সংসার খরচ কিছুটা হলেও কমবে। অপর ক্রেতা মো. মিজানুর রহমান বলেন, কার্ডের মাধ্যমে পণ্য বিক্রি করার কারণে তালিকাভুক্ত সবাই পণ্য কিনতে পারবে। পণ্য না পেয়ে হতাশ হয়ে কাউকে ফেরত যেতে হবে না।
সকালে উপজেলার সাহেরখালী ইউনিয়ন, মীরসরাই পৌরসভা ও বারইয়ারহাট পৌরসভা প্রাঙ্গনে এই কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নিবার্হী কর্মকর্তা মিজানুর রহমান, সহকারী কমিশনার ভুমি এসএমএন জামিউল হিকমা, মীরসরাই পৌর মেয়র গিয়াস উদ্দিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাইফুল্লাহ মজুমদার সাহেরখালী ইউনিয়নের চেয়ারম্যান কামরুল হায়দার চৌধুরী সহ প্রমুখ।