ভাস্কর্য নিয়ে চলমান ভুল বোঝাবুঝি দূর হবে এমন আশবাদ ব্যক্ত করে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, ভাস্কর্য তৈরি করা হয় যাতে প্রজন্মের পর প্রজন্ম জানতে পারে; আদর্শ বুকে ধারণ করতে পারে। আমি আশা করি, ভাস্কর্য নিয়ে ভুল বোঝাবুঝি অচিরেই দূর হবে।
তিনি আরো বলেন, ‘ভাস্কর্য ইতিহাস ও সংস্কৃতির একটি অংশ। অনেক মুসলিম দেশেও ইসলামি চিন্তাবিদদের ভাস্কর্য আছে। এটা স্মৃতি ধরে রাখার জিনিস, হৃদয়ে ধারণ করার জিনিস।’
মঙ্গলবার সকালে ধানমন্ডিতে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের এক আলোচনা সভায় তিনি এ সব কথা বলেন।
ষড়যন্ত্রের সাথে জড়িতরাই ভাস্কর্য ভাঙ্গার সাথে জড়িত দাবি করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এ দেশের মানুষ সংস্কৃতিমনা, তারা কখনও ভাস্কর্য ভাঙে না। যারা এসব করে তারা ষড়যন্ত্রের অপপ্রয়াস করছে।’
আলোচনা সভায় স্বরাস্ট্রমন্ত্রী আরো বলেন, বঙ্গবন্ধুর ভাস্কর্য বা ম্যুরাল যারা ভাঙচুরের চেষ্টা করেছে তাদের সবাইকে চিহ্নিত বা গ্রেপ্তার করা হয়েছে। শুধু বঙ্গবন্ধুর ভাস্কর্যই নয় কুষ্টিয়ায় বাঘা যতীনের ভাস্কর্য যারা ভাঙচুর করেছে, তাদেরও আইনের আওতায় আনা হয়েছে।
সম্প্রতি রাজধানীর ধোলাইপাড়ে বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণের বিরোধিতা করে ধর্মভিত্তিক বেশ কয়েকটি দল। ভাস্কর্য নির্মাণ হলে টেনেহেঁচড়ে তা বুড়িগঙ্গায় ফেলে দেয়ার কথাও বলেন অনেক নেতা।
ধর্মভিত্তিক দলগুলোর এমন বক্তব্যের মধ্যেই ডিসেম্বরের শুরুতে কুষ্টিয়ার পাঁচ রাস্তা মোড়ে জাতির পিতার নির্মাণাধীন একটি ভাস্কর্য ভাঙচুর করা হয়।
ওই ঘটনায় স্থানীয় একটি কওমি মাদ্রাসার দুই ছাত্র এবং তাদের দুই শিক্ষককে গ্রেপ্তার করা হয়।
বাণিজ্য প্রতিদিন/এম জি