Top
সর্বশেষ
মব জাস্টিসের নামে সংঘটিত হত‍্যাকাণ্ডের তদন্ত প্রয়োজন: ভলকার তুর্ক পুঁজিবাজারে বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে কাজ করবো: অর্থ উপদেষ্টা খরচ কমিয়ে হজের প্যাকেজ ঘোষণা রাজনীতিতে শেখ হাসিনার ফ্যাসিস্ট পার্টির জায়গা নেই: ড. ইউনূস বিকেলে বিএসইসিতে যাচ্ছেন অর্থ উপদেষ্টা, চূড়ান্ত হবে নীতিসহায়তার বিষয় পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশকে সহায়তা করবে জাতিসংঘ: ভলকার তুর্ক জুলাই-আগস্ট গণহত্যা: মিরপুরের সাবেক ডিসি জসিম গ্রেপ্তার কাগুজে প্রতিষ্ঠানকে ১৬৩৫ কোটি টাকা ঋণ আইএফআইসি ব্যাংকের ইসরায়েলি আগ্রাসনে একদিনে গাজায় আরও ১৪৩ ফিলিস্তিনি নিহত আজ বায়ুদূষণের শীর্ষে দিল্লি, ঢাকার বায়ু অস্বাস্থ্যকর

বিএনপি এদেশের মানুষের সুখ শান্তি পছন্দ করেন না: ড. হাছান মাহমুদ

২০ মার্চ, ২০২২ ৭:১০ অপরাহ্ণ
বিএনপি এদেশের মানুষের সুখ শান্তি পছন্দ করেন না: ড. হাছান মাহমুদ
পঞ্চগড় প্রতিনিধি :

তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, এদেশের মানুষের সুখ শান্তি বিএনপি নেতারা পছন্দ করেন না। তাই বিভিন্ন অনুষ্ঠানে তারা বলেন দেশের মানুষ ভালো নেই। অথচ শেখ হাসিনার নেতৃত্বে দেশ আজ বিশ্বের দরবারে ভারত ও পাকিস্তানকে পেছনে ফেলে জাতিসংঘের সুখী সূচকে শান্তিতে নাম এসেছে। দেশের মানুষ ভালো থাকুক এটা বিএনপি চায় না। পঞ্চগড় চিনিকল মাঠে পঞ্চগড় জেলা আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলনের বিশাল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

মন্ত্রী বলেন, তৃণমূলের নেতাকর্মীরা আওয়ামীলীগের প্রাণ। দীর্ঘ পথচলায় অনেক নেতা বিভ্রান্ত হয়েছিলেন বেসুরে কথা বলেছেন কিন্তু তৃণমূলের নেতাকর্মীরা সমস্ত প্রতিকুলতার মধ্যেও নেত্রীর পেছনে ঐক্যবদ্ধ ছিলেন বলে দলের পতাকা তলে ঐক্যবদ্ধ ছিলেন বলে জননেত্রী শেখ হাসিনা চতুর্থবারের মত দেশ পরিচালনা করছেন। এই কৃতিত্ব তৃণমূলের নেতাকর্মীদের। এজন্য আমি তৃণমূল্যের নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা জানাই।

তিনি বলেন, ‘বিএনপি প্রতিদিন অপপ্রচার চালাচ্ছে, প্রেসক্লাবের সামনে, পল্টনে, দেশের বিভিন্ন জায়গায় সভা-সমাবেশ করে মানুষকে অসুখী করার চেষ্টা করছে। তাদের এই অপচেষ্টার মধ্যে ৭ ধাপ এগিয়ে যাওয়া শেখ হাসিনার গতিশীল নেতৃত্বের কারণেই সম্ভবপর হয়েছে।’

মন্ত্রী আরো বলেন, ‘আশা করি বিএনপি মানুষকে ক্রমাগতভাবে অসুখী করার যে অপচেষ্টা চালাচ্ছে এই রিপোর্টের পর তারা তা থেকে নিবৃত হবেন। আশা করবো, তারা সরকারকেও অভিনন্দন জানাবেন।’

ড. হাছান বলেন, এই করোনা মহামারির মধ্যে যখন বিশ্ব অর্থনীতি প্রচন্ড চাপের মধ্যে আছে, অনেকের মতে বিশ্ব অর্থনীতিতে মন্দা চলছে, সেই সময়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের নেতৃত্বে বাংলাদেশের মানুষের যে সুখ-সমৃদ্ধি বেড়েছে, ওয়ার্ল্ড হ্যাপিনেস ইনডেক্সে বাংলাদেশের ৭ ধাপ অগ্রগতিই তার প্রমাণ।
মন্ত্রী আরও বলেন, শেখ হাসিনার নেতৃত্বে দেশে অনেক উন্নয়ন হয়েছে কিন্তু যখন দলের তরুন কর্মীরা জনগনের সাথে ওদ্ধর্ত আচরন করেন তখন মানুষ দলের উপর বিরক্ত হয়, যখন মানুষ দেখে দলের নাম ভাংগিয়ে জায়গা দখল করে তখন মানুষ বিরক্ত হয় যখন মানুষ দেখে দলের নাম ভাংগিয়ে এলাকায় মাস্তানি করছে তখন মানুষ বিরক্ত হয়। তিনি বলেন এই বদনামকারীদের দলের সম্পর্ক ছিন্ন করতে হবে। আমাদের বদনাম আমরাই করছি। বিএনপি মাঠে ময়দানে নাই বিএনপি শুধু টেলিভিশনে আছে।

তিনি আরও বলেন, ‘যদি বিএনপি ও তাদের মিত্ররা ক্রমাগতভাবে দেশবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত না থাকতো, অপপ্রচার না চালাতো এবং দেশের মানুষকে নানাভাবে অসুখী করার অপচেষ্টায় নিয়োজিত না থাকতো, তাহলে মানুষের সুখ সমৃদ্ধি আরো বাড়তো, ওয়ার্ল্ড হ্যাপিনেস ইনডেক্সে আমরা আরো এগুতে পারতাম, কারণ এই সূচকের অন্যতম বিষয় হচ্ছে মানুষ নিজেকে সুখী মনে করছে কি না’।

পঞ্চগড় জেলা আওয়ামী লীগের সভাপতি ও রেলপথ মন্ত্রী অ্যাডভোকেট মো.নূরুল ইসলাম সুজন এমপির সভাপতিত্বে সম্মেলনে বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য রমেশ চন্দ্র সেন এমপি সম্মেলনের উদ্বোধন ঘোষনা করেন।

সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক ও তথ্য সম্প্রচার মন্ত্রী ড.মো.হাছান মাহমুদ এমপি। জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার সাদাত সম্রাটের সঞ্চালনায় সম্মেলনে বাংলাদেশ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিষ্টার বিপ্লব বড়ুয়া, কোষাধ্যক্ষ এইচ এন আশিকুর রহমান এমপি, কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো.সাখাওয়াত হোসেন শফিক, কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য সাবেক এমপি অ্যাডভোকেট হোসনে আরা লুৎফা ডালিয়া, সাবেক এমপি কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য অ্যাডভোকেট সফুরা বেগম রুমি ও পঞ্চগড় জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি মো.মজাহারুল হক প্রধান এমপি, পঞ্চগড় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আনোয়ার সাদাত সম্রার্ট বক্তব্য রাখেন ।

সম্মেলনে পঞ্চগড় জেলার পাঁচ উপজেলার বিপুল সংখ্যক আওয়ামী লীগের নেতা কর্মী উপস্থিত ছিলেন।
সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে সম্মেলনের প্রধান অতিথি তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ পঞ্চগড় জেলা আওয়ামীলীগের সভাপতি হিসেবে অ্যাডভোকেট নুরুল ইসলাম সুজন ও সাধারণ সম্পাদক হিসেবে মো. আনোয়ার সাদাত সম্রাটের নাম ঘোষণা করেন।

 

শেয়ার