Top
সর্বশেষ

স্বাস্থ্যসেবার সার্বিক উন্নয়নের ৫ বছর পূর্ণ করলো লাইফস্প্রিং

২০ মার্চ, ২০২২ ৭:০৬ অপরাহ্ণ
স্বাস্থ্যসেবার সার্বিক উন্নয়নের ৫ বছর পূর্ণ করলো লাইফস্প্রিং

দেশের অন্যতম উদীয়মান স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান, লাইফস্প্রিং, ৫ম বর্ষপূর্তী উদযাপন করলো। সম্প্রতি আর্মি গলফ ক্লাবের পাম ভিউ রেস্টুরেন্ট-এ একটি অনুষ্ঠান আয়োজন করা হয়। এরই সাথে প্রতিষ্ঠানটি বাংলাদেশে সহজলভ্য শারীরিক ও মানসিক স্বাস্থ্যসেবা প্রদানসহ সার্বিক স্বাস্থ্যসুরক্ষার গুরুত্ব সম্পর্কে সচেতনতা বৃদ্ধির পাঁচ বছর পূর্ণ করলো। বর্তমানে একটি এআই ভিত্তিক ৩৬০-ডিগ্রি স্বাস্থ্যসেবা প্ল্যাটফর্ম তৈরি করছে লাইফস্প্রিং, যা আগামী মাসে শুরু হবার কথা রয়েছে।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রীর কার্যালয়-এর সাবেক সচিব আবুল কালাম আজাদ; ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড-এর হিউম্যান রিসোর্স বিভাগের পরিচালক সাকশি হান্ডা; বাংলাদেশ পুলিশ-এর রিসার্চ ও প্ল্যানিং বিভাগের এআইজি মো: আব্দুর রাজ্জাক; বিএসএমএমইউ-এর মনোরোগ বিভাগের অধ্যাপক ডা. মহসিন আলী শাহ; বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সাইকিয়াট্রিস্ট-এর সাধারণ সম্পাদক এবং এনআইএমএইচ-এর উপ-পরিচালক মোহাম্মদ তারিকুল আলম; গ্রামীণফোন-এর সিএইচআরও সৈয়দ তানভীর হোসেন; বিএসএমএমইউ-এর সাইকিয়াট্রিস্ট ও সাইকোথেরাপিস্ট ঝুনু শামসুন নাহার; হেলথ রেভল্যুশন-এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও লাইফস্টাইল মডিফায়ার-এর মেডিসিন বিশেষজ্ঞ ডা. মো: জাহাঙ্গীর কবির; এবং মিডিয়া ব্যক্তিত্ব ফেরদৌস বাপ্পি। অনুষ্ঠানে, লাইফস্প্রিং-এর সেবা গ্রহীতা ও স্টেকহোল্ডারবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে, লাইফস্প্রিং-এর চেয়ারম্যান এবং লিড সাইকোলজিস্ট ইয়াহিয়া মো: আমিন বলেন, “একটি কমিউনিটি-ভিত্তিক, পেশেন্ট-ফার্স্ট পদ্ধতিতে লাইফস্প্রিং দেশের স্বাস্থ্যব্যবস্থাকে নতুনভাবে সংজ্ঞায়িত করার লক্ষ্যে কাজ করছে। বিশ্বের ১৮টি দেশের প্রবাসী বাংলাদেশিরা সাইকোলজিক্যাল সাপোর্টসহ নানান চিকিৎসা পরামর্শের জন্য লাইফস্প্রিং-এর সাথে যোগাযোগ করছে, যা সত্যিই ভীষণ গর্বের।”

লাইফস্প্রিং-এর ম্যানেজিং ডিরেক্টর এবং লিড সাইকিয়াট্রিস্ট সায়েদুল আশরাফ বলেন, “বাংলাদেশের জনগণের জন্য স্বাস্থ্যসেবাকে আরও সহজলভ্য ও সাশ্রয়ী করাই আমাদের উদ্দেশ্য। সেইসাথে আমরা শারীরিক সুস্থতার পাশাপাশি মানসিক সুস্থতার গুরুত্ব সম্পর্কে সমাজে সচেতনতা বৃদ্ধি করতে চাই। আমাদের সেবাসমূহ সম্প্রসারণের মাধ্যমে, আমরা এখন সামাজিক সচেতনতা এবং শারীরিক স্বাস্থ্যসেবা প্রদানকারী শাখা শুরু করছি।” তিনি আরও বলেন, “সতর্কতার সাথে ও পরিকল্পিতভাবে স্বাস্থ্য সচেতনতার প্রচার চালিয়ে যাওয়াই আমাদের লক্ষ্য।”

২০১৭ সালে প্রতিষ্ঠার পর, লাইফস্প্রিং বাংলাদেশে বেশ কিছু উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে। ১ কোটিরও বেশি মানুষের নিকট পৌঁছানো ও ১ লক্ষ ২৫ হাজার রোগীকে সেবা প্রদানকারী, দেশের শীর্ষস্থানীয় হেলথ স্টার্টআপ হিসেবে লাইফস্প্রিং ২০২১ সালে বঙ্গবন্ধু ইনোভেশন গ্রান্ট (বিআইজি) অর্জন করেছে। বর্তমানে লাইফস্প্রিং-এর ৪টি পরিষেবা কেন্দ্র রয়েছে। এদের মধ্যে; ঢাকার পান্থপথে ২টি, বনানীতে ১টি এবং চট্টগ্রামে ১টি। আগামী ৫ বছরের মধ্যে দেশজুড়ে আরও ২০টি পরিষেবা কেন্দ্র চালু করার পরিকল্পনা রয়েছে প্রতিষ্ঠানটির। বাংলাদেশে স্বাস্থ্যসেবা ইকোসিস্টেমের উন্নয়নে প্রতিশ্রুতিবদ্ধ লাইফস্প্রিং, বর্তমানে নিজস্ব অ্যাপ তৈরি করছে। এর সাহায্যে স্বাস্থ্যসেবাকে স্বয়ংক্রিয় করার মাধ্যমে আরও দ্রুত ও দক্ষ সেবা প্রদানই তাদের লক্ষ্য। লাইফস্প্রিং গবেষক, অনুশীলনকারী, নীতি বিশেষজ্ঞ, আইনি উপদেষ্টা এবং অন্যান্য সাম্প্রদায়িক নেতাদের সাথে নিয়মিত কাজ করে। প্রতিষ্ঠানটি ম্যারিকো, ইউনিলিভার, গ্রামীণফোন, কোকা-কোলা নেসলে ইত্যাদি উল্লেখযোগ্য ব্র্যান্ডের সাথে কাজ করেছে। লাইফস্প্রিং বিগত ৫ বছরে বাংলাদেশে স্বাস্থ্যসেবার নতুন দিগন্ত উন্মোচন করছে।

শেয়ার