Top
সর্বশেষ

দক্ষতার উন্নয়নে প্রতিযোগিতায় বিজয়ী হওয়া সম্ভব-উপাচার্য ড.সৌমিত্র শেখর দে

২১ মার্চ, ২০২২ ২:৪৯ অপরাহ্ণ
দক্ষতার উন্নয়নে প্রতিযোগিতায় বিজয়ী হওয়া সম্ভব-উপাচার্য ড.সৌমিত্র শেখর দে
নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি :

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. সৌমিত্র শেখর বলেছেন, আমাদের জীবনের সকলক্ষেত্রে প্রতিযোগিতা বিদ্যমান। প্রতিযোগিতায় ভালো করার মধ্যদিয়ে জীবনের বিকাশ ও উন্নতি হয়। তাই আমরা যদি যোগ্যতা ও দক্ষতার উন্নয়ন করতে পারি তবেই প্রতিযোগিতায় বিজয়ী হওয়া সম্ভব। সারা পৃথিবী এখন চলছে দক্ষতার উপরে।

সোমবার (২১ মার্চ) সকালে প্রশাসনিক ভবনের কনফারেন্স হলে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ইন্সটিটিউশনাল কোয়ালিটি অ্যাশুরেন্স সেল (আইকিউএসি) কর্তৃক আয়োজিত ‘কর্মচারীবৃন্দের দায়িত্ব ও কর্তব্য, শিষ্টাচার এবং শ্রদ্ধাপূর্ণ সহকর্মী নারী-পুরুষ সম্পর্ক বিষয়ক’ দিনব্যাপী প্রশক্ষিণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, প্রতিযোগিতা না থাকলে জীবনে বিকাশ থাকবে না। আমরা যে যেখানে আছে প্রত্যেকেই কিন্তু প্রতিযোগিতায় আছি। প্রতিযোগিতায় টিকে থাকার জন্য দক্ষ হতে হলে আমাদের প্রশিক্ষণ প্রয়োজন। যারা আমাদের প্রশিক্ষণ দেয় তারা প্রশিক্ষক। এই প্রশিক্ষকরাই আমাদের শিক্ষক। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তার বয়স ৮০ বছর। তিনিও প্রশিক্ষণ নেন। প্রশিক্ষণের জন্য বয়স কোন বিষয় না।

আইকিউএসি আয়োজিত প্রশিক্ষণ কর্মশালা কর্মচারীদের কর্মজীবনে সহায়ক হয়ে বলে আশা প্রকাশ করে মাননীয় উপাচার্য প্রশিক্ষণের সাফল্য কামনা করেন।

আইকিউএসি পরিচালক প্রফেসর ড. মুশাররাত শবনমের সভাপতিত্বে প্রশিক্ষণ কর্মশালায় বিশেষ অতিথির বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের সম্মানিত ট্রেজারার প্রফেসর মো. জালাল উদ্দিন। রির্সোস পার্সন হিসেবে উপস্থিত ছিলেন নজরুল বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. নজরুল ইসলাম, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. মো. আব্দুল মোমেন মিয়া ও নজরুল বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কৃষিবিদ ড. মো. হুমায়ুন কবীর।

শেয়ার