Top

গোয়ালন্দে ট্রেনের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

২২ মার্চ, ২০২২ ৫:০৫ অপরাহ্ণ
গোয়ালন্দে ট্রেনের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু
মিঠুন গোস্বামী, রাজবাড়ী :

রাজবাড়ীর গোয়ালন্দ রেলগেট এলাকায় ট্রেনের ধাক্কায় জয়দার মন্ডল (৯০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুর পৌনে ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে। তিনি উপজেলার শ্রীদাম দত্ত পাড়ার বাসিন্দা ছিলেন।

রেলগেট এলাকার বাসিন্দা সনি জানান, জয়দার মন্ডল চা খাওয়ার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দিকে যাচ্ছিলেন। এসময় পোড়াদাহ থেকে ছেড়ে আসা গোয়ালন্দ ঘাটগামী শাটল ট্রেন রেলগেট হয়ে ঢুকবে। দায়িত্বরত গেটম্যান রেলগেটের ব্যারিয়ার বন্ধ করে দিয়েছিল।

নিহত জয়দার মন্ডল ব্যারিয়ারের নিচ দিয়ে ঢুকে রেললাইন পার হতে গেলে ট্রেনের ধাক্কায় তার মৃত্যু হয়। তিনি আরো বলেন, ট্রেন আসতে দেখে পেছন থেকে লোকজন তাকে ডাকাডাকি করেন। কিন্তু বয়স হবার কারণে হয়তো কিছু শুনতে না পাওয়ায় এ দুর্ঘটনা ঘটেছে।

রাজবাড়ী রেলওয়ে থানার সাব-ইন্সপেক্টর মনিরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

শেয়ার