Top

বঙ্গবন্ধুর অস্তিত্ব ছাড়া বাংলাদেশ কল্পনাও করা যায় না- রেলমন্ত্রী

২২ মার্চ, ২০২২ ৬:৩৭ অপরাহ্ণ
বঙ্গবন্ধুর অস্তিত্ব ছাড়া বাংলাদেশ কল্পনাও করা যায় না- রেলমন্ত্রী
মেহদী ইসলাম, জাবি প্রতিনিধি :

রেলপথ মন্ত্রণালয়ের মন্ত্রী নূরুল ইসলাম সুজন বলেন, ‘ বঙ্গবন্ধুর অস্তিত্ব ছাড়া বাংলাদেশ কল্পনাও করা যায় না, ‘বঙ্গবন্ধু ছিলেন গরীব দুখী মেহনতী মানুষের বন্ধু। বঙ্গবন্ধু নিপীড়িত মানুষের জন্য সবসময়ই দাঁড়িয়েছেন। এদেশের অসহায় গরীব মানুষ থেকে বঙ্গবন্ধুকে আলাদা করে ভাবা যায় না।’

মঙ্গলবার (২২ মার্চ) বিকেলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় এ কথা বলেন তিনি।

রেলমন্ত্রী সুজন বলেন, ‘বিভক্ত আওয়ামীলীগ, ছাত্রলীগ, যুবলীগকে এক করেছে শেখ হাসিনা। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বারবার হত্যার চেষ্টা করা হয়েছে। গোপালগঞ্জ থেকে শুরু করে সারাদেশে এই চেষ্টা করা হয়েছে। এর কারণ একটাই আওয়ামীলীগকে বিভক্ত করা দেশকে উন্নয়ন থেকে বিরত রাখা। আজকে শেখ হাসিনা প্রধানমন্ত্রী না হলে বঙ্গবন্ধু হত্যার বিচার সম্ভব হতো না। আজকের বাংলাদেশকে সামনে এগিয়ে নেওয়ার জন্য সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন শেখ হাসিনা। কিন্তু স্বাধীনতা বিরোধীরা থেমে নেই। দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে যাচ্ছে।’

তিনি আরো বলেন,’রেল ব্যবস্থা ধংস করেছিলো বিএনপি শুধু তাই না পুরো যোগাযোগ ব্যবস্থাকে ধংস করে দিয়েছিলো তারা। বিএনপি জামায়াত রেলে নতুন বিনিয়োগ তো দূরে থাক উল্টো অনেক রেলপথ উঠিয়ে দিয়েছিলো। একটি ভারসাম্যপূর্ন যোগাযোগ ব্যবস্থা ছাড়া দেশের টেকশই উন্নয়ন হতে পারে না।’

একটি ভারসাম্য পূর্ন যোগাযোগ ব্যবস্থা ছাড়া দেশের টেকশই উন্নয়ন হতে পারে না। এজন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা রেলপথ, আকাশপথ ও জলপথে বিনিয়োগ করার ব্যবস্থা করেছেন। তার চেষ্টায় যোগাযোগ ব্যবস্থা এগিয়ে যাচ্ছে। নতুন নতুন রেলপথ সৃষ্টি করা হচ্ছে। ভারতের সাথে আমাদের সরাসরি রেল যোগাযোগ হচ্ছে। মিতালী এক্সপ্রেস চালু করা হয়েছে সরাসরি ঢাকা থেকে শিলিগুড়ি যাওয়ার জন্য। সমস্ত রেল ব্যবস্থাকে আমরা ব্রডগেজে রুপান্তর করছি। এই ডিসেম্বরে মধ্যে চিটাগাং কক্সবাজার রেললাইন চালু করবো। খুলনা থেকে মংলা এই ডিসেম্বরের মধ্যে রেলপথ উদ্বোধন করা হবে।’

 

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভারপ্রাপ্ত) অধ্যাপক নুরুল আলম বলেন, ‘বঙ্গবন্ধু ও বাংলাদেশ অভিন্ন। বঙ্গবন্ধুর জন্ম না হলে আমরা বাংলাদেশ পেতাম না। বঙ্গবন্ধুর কন্যা বঙ্গবন্ধুর আদর্শকে সামনে রেখে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। শেখ হাসিনার নেতৃত্বে দেশ আজ উন্নয়নের মহা সড়কে।’

বিশ্ববিদ্যালয়ের উপ উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মনজুরুল হক বলেন,’বঙ্গবন্ধু শিশুদের ভালোবাসতেন, এদেশের মানুষকে ভালোবাসতেন। এদেশের জন্য তিনি নিজের জীবন বিলিয়ে দিয়েছেন। আমাদের উচিত বঙ্গবন্ধুর আদর্শকে সামনে রেখে দেশকে ভালোবাসা, দেশের জন্য কাজ করা।’

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার রহিমা কানিজের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন কোষাধ্যক্ষ অধ্যাপক রাশেদা আখতার, গাণিতিক ও পদার্থ বিষয়ক অনুষদের ডিন অধ্যাপক অজিত কুমার মজুমদার, বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি লায়েক সাজ্জাদ এন্দেল্লাহ্, ছাত্রলীগ বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি আকতারুজ্জামান সোহেল, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান লিটন প্রমুখ।

 

শেয়ার