ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সাত কলেজের শিক্ষার্থীদের সমন্বিত প্রয়াসে ১১টি লক্ষ্য, উদ্দেশ্য সামনে রেখে সংগঠনের পথ চলা শুরু।
প্রতিষ্ঠাতা সভাপতি, ঢাকা কলেজের মেধাবী শিক্ষার্থী মোঃ রাজু মিয়া ও সাধারণ সম্পাদক ইডেন কলেজের এলিনা কবির একা সহ ৪০ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।
এর মধ্য দিয়ে ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ,শহিদ তিতুমীর কলেজ, সরকারি বাঙলা কলেজ, কবি নজরুল কলেজ, বদরুন্নেসা মহিলা কলেজ, শহিদ সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীদের মধ্যে একতা ফিরে পাওয়ার আশ্বাস।
সংগঠনের ইস্তেহারে রয়েছে নানারকম কর্মসূচী। তারমধ্যে স্বেচ্ছায় রক্তদান,দরিদ্রদের মধ্যে খাবার বিতরণ ও বস্ত্র বিতরণ সহ অসহায় মেধাবী শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো, মাদকদ্রব্য ও ইভটিজিং প্রতিরোধ সহ নানারকম উন্নয়ন কর্মসূচী।
সংগঠনের কার্যাবলী নিয়ে সভাপতি মো. রাজু মিয়া বলেন,আমাদের চারপাশে নানারকম অনিয়ম, প্রতিনিয়ত শিক্ষার্থীরা তাদের কাঙ্ক্ষিত সুযোগ সুবিদা থেকে বঞ্চিত হয়। আমাদের সকলের একান্ত প্রচেষ্টায় তাদের সমস্যাবলী সমাধান করার পাশাপাশি দরিদ্র মানুষের পাশে থেকে তাদের মুক্তির লক্ষ্যে কাজ করে যাবো।