ফ্রান্স ও ম্যানচেস্টার ইউনাইটেডের তারকা মিডফিল্ডার পল পগবার বাড়ি থেকে মূল্যবান সব জিনিসপত্র চুরি হয়ে গেছে। বিশ্বকাপ জেতার পর পাওয়া মেডেলটিও নিয়ে গেছে চোরেরা। গত সপ্তাহে তার বাড়িতে এ ঘটনা ঘটে।
পগবা জানিয়েছেন, চোরের দল তার বাড়িতে ঢুকে অন্য সব জিনিসের পাশাপাশি ২০১৮ সালের বিশ্বকাপজয়ী হিসেবে পাওয়া মেডেলটিও নিয়ে গেছে।
ঘটনার সময় পগবার দুই শিশু সন্তান এবং তাদের লালন-পালনের দায়িত্বে থাকা ন্যানি বাড়িতে ছিলেন। মূল্যবান জিনিসপত্র হারালেও, বাচ্চারা নিরাপদ থাকায় হাঁফ ছেড়ে বেঁচেছেন পগবা।
২০১৮ সালের বিশ্বকাপ ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল ফ্রান্স। সেই ম্যাচে ফ্রান্সের হয়ে তৃতীয় গোলটি করেন পগবা। এছাড়া আসরজুড়েই সপ্রতিভ ছিলেন তিনি।
মেডেল চুরির ব্যাপারে তিনি বলেন, ‘ওরা আমার মায়ের অলঙ্কার নিয়ে গেছে, আমার চ্যাম্পিয়ন মেডেল নিয়ে গেছে। আমি ভয় পেয়েছিলাম কারণ তখন আমার দুই বাচ্চা ও তাদের ন্যানী বাড়িতে ছিল।’
তিনি আরও যোগ করেন, ‘সে (ন্যানী) সবকিছু বুঝতে পেরে আমার স্ত্রী এবং নিরাপত্তাকর্মীদের ফোন করে। পরে বাচ্চাদের নিয়ে একটি রুমে ঢুকে যায়। কয়েকদিন ধরে সে ধাতস্থ হতে পারেনি। বড় বিষয় হলো বাচ্চারা নিরাপদে আছে।’