Top

চিলমারীতে সুবর্ণজয়ন্তী‘র মেলা অনুষ্ঠিত

২৩ মার্চ, ২০২২ ৪:৫১ অপরাহ্ণ
চিলমারীতে সুবর্ণজয়ন্তী‘র মেলা অনুষ্ঠিত
চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি :

কুড়িগ্রামের চিলমারীতে ৭দিনব্যাপী মুক্তির উৎসব সুবর্ণ জয়ন্তীর মেলা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে মেলার সমাপনী অনুষ্ঠান, আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যদিয়ে শেষ হয়।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহবুবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপজেলা চেয়ারম্যান শওকত আলী সরকার বীরবিক্রম, বিশেষ অতিথি হিসেবে উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ নুরুজ্জামান আজাদ (জামান), উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ রেজাউল করিম লিচু, মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ আছমা বেগম চৌধুরী, উপজেলা কৃষি অফিসার প্রণয় বিশান দাস প্রমুখ বক্তব্য রাখেন।

সঞ্চালনায় ছিলেন সাংবাদিক এস, এম নুরুল আমিন সরকার। ৭দিনব্যাপী অনুষ্ঠিত কুইজ প্রতিযোগিতায় বিজয়ী ৩০জনের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। বিকেলে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যদিয়ে মেলার সমাপ্তি হয়।

 

শেয়ার