চীনা পররাষ্ট্রমন্ত্রীর মন্তব্যের পরই এ বিষয়ে বুধবার বিবৃতি দিয়েছে ভারত।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অরিন্দম বাগচী বলছেন, কাশ্মির অখণ্ড ভারতের অংশ। তা নিয়ে আলোচনাও ভারতের অভ্যন্তরীণ বিষয়। অন্য কোনো দেশের এ বিষয়ে কথা বলার বা আলোচনা করার সুযোগ নেই। অধিকারও নেই। পাকিস্তানে চীনের পররাষ্ট্রমন্ত্রী যেভাবে কাশ্মিরের প্রসঙ্গ উত্থাপন করেছেন, তার তীব্র বিরোধিতা করেছে ভারত।
অরিন্দম আরও অভিযোগ করছেন, এর আগেও একাধিকবার কাশ্মির নিয়ে অনৈতিক আলোচনা করেছে চীন। এ বিষয়ে চীন সবসময়ই পাকিস্তানের পাশে থাকে।