Top
সর্বশেষ

ঢাকা কলেজে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের নবীনবরণ

২৫ মার্চ, ২০২২ ৪:১০ অপরাহ্ণ
ঢাকা কলেজে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের নবীনবরণ

ঢাকা কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সম্মান প্রথম বর্ষের শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে। এ সময় নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করা হয়। বৃহস্পতিবার (২৪ মার্চ) বেলা ১১টায় কলেজের শহীদ আ.ন.ম.নজীব উদ্দিন খান খুররম মিলনায়তনে এই নবীনবরণ হয়।

রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মো. মুশফিকুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক আই কে সেলিম উল্লাহ খোন্দকার ৷ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের উপাধ্যক্ষ প্রফেসর এ.টি.এম মইনুল হোসেন, শিক্ষক পরিষদের সম্পাদক ড. মো.আব্দুল কুদ্দুস সিকদার৷ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক মো. সাইফুল ইসলাম চৌধুরী।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ অধ্যাপক আই কে সেলিম উল্লাহ খোন্দকার বলেন, ঢাকা কলেজ একটি ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান। প্রতিষ্ঠার পর থেকেই এটি তার শ্রেষ্ঠত্বের আসন ধরে রেখেছে ৷ ঐতিহ্যবাহী এই প্রতিষ্ঠানে ভর্তি হয়ে তোমরা ভাগ্যবান ৷ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্তির পর থেকে এর শিক্ষার মান বেড়েছে ৷ চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় শিক্ষার্থীদের নিজেদের যোগ্য করে গড়ে তুলতে হবে।

শিক্ষক পরিষদের সম্পাদক ড. মো.আব্দুল কুদ্দুস সিকদার বলেন, ঢাকা কলেজে ভর্তির সুযোগ পেয়ে তেমরা গর্বিত। আমাদের প্রতিষ্ঠানের সুনাম তেমাদের হাতে। তোমরা এই প্রতিষ্ঠানের সম্মান ধরে রাখবে। নিজেরা মানুষের মতো মানুষ হবে সেই প্রত্যাশা করি।

রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক মো. সাইফুল ইসলাম চৌধুরী শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, রাষ্টবিজ্ঞান বিভাগের সম্মান তোমাদের হাতে। তোমরা অনেকেই গ্রাম থেকে আসছো। সবারই বাবা-মায়ের স্বপ্ন রয়েছে। সেই স্বপ্নকে বাস্তবায়ন করতে তোমাদের পড়ালেখায় মনোযোগী হতে হবে।

অনুষ্ঠানে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষকরা শিক্ষার্থীদের দিকনির্দেশনামূলক বক্তব্য দেন। এতে রাষ্ট্রবিজ্ঞান বিভাগে সদ্য ভর্তি হওয়া নবীন শিক্ষার্থী ছাড়াও অন্য বর্ষের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

শেয়ার