Top

বাংলাবান্ধা স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ

২৫ মার্চ, ২০২২ ৮:০৮ অপরাহ্ণ
বাংলাবান্ধা স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ
সাজ্জাদুর রহমান সাজ্জাদ, পঞ্চগড় :

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে একদিনের জন্য চতুর্দেশীয় সকল প্রকার আমদানি রফতানী কার্যক্রম বন্ধ থাকবে বাংলাবান্ধা স্থলবন্দরে।

বাংলাদেশ, ভারত, নেপাল ও ভূটানের যৌথ সিদ্ধান্তে একদিন বন্ধ থাকার ঘোষণা দিয়েছেন বাংলাবান্ধা স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক গ্রুপ। তবে বাংলাবান্ধা স্থলবন্দরের ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে।

বাংলাবান্ধা স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক গ্রুপের সভাপতি আব্দুল লতিফ তারিন ও সাধারণ সম্পাদক কুদরত ই খুদা মিলন শুক্রবার (২৫ মার্চ) সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেছেন। আগামী রবিবার (২৭ মার্চ) সকাল থেকে পুনোরায় বন্দর দিয়ে চার দেশের সাথে পাথরসহ সকল প্রকার পণ্য আমদানি রপ্তানি কার্যক্রম চলবে।

এদিকে স্বাধীনতা দিবস উপলক্ষে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি ও ভারতীয় সীমান্তরক্ষি বাহিনী-বিএসএফ এর যৌথ উদ্যোগে বাংলাবান্ধা জিরো পয়েন্টে অনুষ্ঠিত হবে রিট্ট্রিট সেরিমনি।

বিকেল ৩টা থেকে ৬টা পর্যন্ত ৩ ঘন্টাব্যাপী এই অনুষ্ঠানে বিজিবি ও বিএসএফের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, স্থানীয় সাংসদসহ জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের কর্মকর্তাবৃন্দ উপস্থিত থাকবেন।

উভয় দেশের পতাকা নামানো, কুচকাওয়াজসহ নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

 

শেয়ার