বেতন বৃদ্ধির দাবিতে গাজীপুর মহানগরের জিরানী এলাকায় চন্দ্রা-নবী নগর মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে একটি তৈরি পোশাক কারখানার শ্রমিকরা। সোমবার (০৬ জানুয়ারী) সকাল সাড়ে ৮ টা থেকে সাড়ে ৯ টা পর্যন্ত এক ঘন্টা মহাসড়ক অবরোধ করে রাখে শ্রমিকরা। পরে পুলিশ এসে তাদেরকে মহাসড়ক থেকে সরিয়ে দেয়।
জানা গেছে, জিরানি এলাকার আইরিশ ফ্যাশন লিমিটেড নামের একটি পোশাক তৈরি কারখানার শ্রমিকেরা বেতন বৃদ্ধির দাবিতে রোববার মহাসড়ক অবরোধ করেছিল। সে সময় বিক্ষোভের কারণে ওই এলাকার বেশ কয়েকটি কারখানা কর্তৃপক্ষ বন্ধ করে দেয়। সোমবার সকালে কারখানায় এসে পুনরায় তারা বিক্ষোভ শুরু করে। সকাল সাড়ে আটটার দিকে তাঁরা চন্দ্রা-নবীনগর মহাসড়কে অবস্থান নেন। এক ঘণ্টা পর তাঁরা সড়ক থেকে সরে যান এবং কারাখানায় গিয়ে বিক্ষোভ শুরু করেন।
শিল্প পুলিশ ও শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা যায়, সরকার ঘোষিত ৯ শতাংশ বার্ষিক বেতন বৃদ্ধির প্রজ্ঞাপনের আলোকে বেশ কয়েকটি কারখানা কর্তৃপক্ষ তা বাস্তবায়ন করে।
প্রজ্ঞাপনে বলা আছে, যাদের এক বছর পূর্ণ হয়নি, তাঁদের বেতন বৃদ্ধি করা হবে না। কিন্তু জিরানী এলাকার আইরিশ ফ্যাশন লিমিটেড কারখানার শ্রমিকেরা গতকাল রোববার সকাল থেকে বেতন বৃদ্ধির দাবি জানিয়ে বিক্ষোভ শুরু করেন। দুপুর পর্যন্ত আন্দোলন করে শ্রমিকেরা বাড়ি ফিরে যায়। সোমবার সকালে শ্রমিকেরা কারখানায় হাজিরা দিয়ে আবার বিক্ষোভ শুরু করেন।
সকাল সাড়ে ৮ টার দিকে শ্রমিকেরা চন্দ্রা-নবীনগর সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন। খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা শ্রমিকদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেন। সকাল সাড়ে ৯টা থেকে ওই সড়কে আবার যানবাহন চলাচল স্বাভাবিক হয়। তবে শ্রমিকেরা কারখানার ভেতরে বিক্ষোভ করতে থাকে।
গাজীপুর শিল্প পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার খলিলুর রহমান জানান, শ্রমিকরা কিছু সময়ের জন্য মহাসড়ক অবরোধ করেছিলেন। এখন চন্দ্রা-নবীনগর সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা মোতায়েন রয়েছেন।
এনজে