১৩ কোটি টাকা লোন পেয়ে স্টাফ ও কর্মচারীদের বকেয়া পরিশোধ করেনি ডার্ড কম্পোজিট। এ ঘটনায় কারখানা কর্তৃপক্ষকে তিন কর্মদিবসের মধ্যে নোটিশের জবাব দিতে বলেছে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর।
রবিবার (০৫ জানুয়ারী) দুপুরে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর উপ-মহাপরিদর্শকের কার্যালয়ের (গাজীপুর) শ্রম পরিদর্শক (সাধারণ)
রোমেনুল ইসলাম জানান, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের হস্তক্ষেপে ১৩ কোটি টাকা ব্যাংক লোন পেয়ে ৬ কোটি টাকা বকেয়া পরিশোধ করলেও ৭ কোটি টাকা স্টাফ ও কর্মচারীদের বকেয়া পরিশোধ করেনি ডার্ড কম্পোজিট টেক্সটাইলস লিমিটেড।
রোমেনুল ইসলাম বলেন, কেন সরকার কর্তৃক প্রদেয় লোনের বাকি টাকা ফেরত নেওয়া হবে না, তার উপযুক্ত তথ্য-প্রমাণাদিসহ তিন কর্ম দিবসের মধ্যে অত্র দপ্তরসহ সংশ্লিষ্ট সকল দপ্তরকে অবহিত করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।
কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর উপ-মহাপরিদর্শকের কার্যালয়ের (গাজীপুর) শ্রম পরিদর্শক (সাধারণ) রোমেনুল ইসলাম স্বাক্ষরিত কারণ দর্শানো নোটিশ লেখা আছে, উপর্যুক্ত বিষয়ের প্রেক্ষিতে জানানো যাচ্ছে যে, গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার রাজেন্দ্রপুর (সাটিয়াবাড়ি) এলাকায় ডার্ড কম্পোজিট টেক্সটাইলস লিমিটেড, আপনার আবেদনের প্রেক্ষিতে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের হস্তক্ষেপে ষ্ট্যান্ডডার্ড চার্টার্ড ব্যাংক পিএলসি, গুলশান ব্র্যাঞ্চ (রাউটিং নম্বর- ২১৫২৬১৭২৬), টিন নম্বর-৫১৬৭৬৮২৮৮৩৩৮, চলতি হিসাব নং ০১৭০১৪৬৬৬০১, হতে শ্রমিক-কর্মচারীদের পাওনাদি পরিশোধের জন্য গত ১০-১২-২০২৪ তারিখে সরকার কর্তৃক ১৩ কোটি টাকা লোন প্রদান করা হয়। প্রদানকৃত লোনের টাকা হতে গত ২৪/১২/২০২৪ তারিখে শ্রমিকদের বকেয়া বেতন ও আইনানুগ পাওনাদি বাবদ ছয় কোটি টাকা প্রদান করলেও আপনি বা আপনার প্রতিনিধি কর্তৃক স্টাফদের বকেয়া বেতন বাবদ কোন টাকা পরিশোধ করেন নাই এবং কর্মচারীদের বকেয়া বেতন পরিশোধ না করাউ যথাযথ কারণ অত্র দপ্তরসহ অন্যান্য সংশ্লিষ্ট কোন দপ্তরকে অবহিত করেন নাই।
এমতাবস্থায়, উল্লেখিত কারখানার কর্মচারীদের মধ্যে বকেয়া পাওনা পরিশোধ নিয়ে আশঙ্কা দেখা দিয়েছে। ফলে রাস্তা অবরোধসহ জন-ভোগান্তির সৃষ্টি হলে সকল দায়-দায়িত্ব আপনাকে বহন করতে হবে। কেন সরকার কর্তৃক প্রদেয় লোনের বাকি টাকা ফেরত নেওয়া হবে না, তার উপযুক্ত তথ্য-প্রমাণাদিসহ তিন কর্ম দিবসের মধ্যে অত্র দপ্তরসহ সংশ্লিষ্ট সকল দপ্তরকে অবহিত করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো। অন্যথায় আপনার বা আপনাদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এদিন দুপুর সোয়া ১২ টায় ডার্ড গ্রুপের প্রধান ফিনান্সিয়াল অফিসার ফয়েজ আহমেদ বলেন, নোটিশ পেয়েছি। নোটিশের জবাব দেওয়া হবে। আমরা ইতোমধ্যেই শ্রমিকদেরকে ৮ কোটি ৬৫ লাখ টাকা পরিশোধ করেছি। শীঘ্রই বাকী টাকা পরিশোধ করে দিবো।
এদিকে, বাংলাদেশ গার্মেন্টস এন্ড শিল্প শ্রমিক ফেডারেশনের গাজীপুর মহানগর সভাপতি শফিউল আলম জানান, গত ২২ নভেম্বর ২০২৩ কারখানাটি স্থায়ীভাবে বন্ধ ঘোষণা করেন মালিকপক্ষ। কারখানারটি বন্ধ হওয়ার দিন পর্যন্ত প্রায় ৮,০০০/-(আট হাজার) শ্রমিক কর্মচারী কর্মরত ছিলেন। শ্রমিকদের কর্মকালীন সময়ের কয়েক মাসের বেতন ও বন্ধকালীন সময়ের আইনানুগ পাওনাদি পরিশোধ সংক্রান্ত বিষয়ে গত ২৮ নভেম্বর ২০২৩ শ্রম আইনের সুবিধা থেকে কমিয়ে এনে একটি ত্রিপক্ষীয় সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়। উক্ত চুক্তি অনুযায়ী সরকার থেকে পাওনা লোনের ১৩ কোটি টাকা পরিশোধ করার কথা রয়েছে। এর পরেও ১৪ কোটি টাকা পাওনা থাকবেন গাজীপুরের ডার্ড কম্পোজিট টেক্সটাইল লিমিটেডের শ্রমিকরা।
এনজে