Top
সর্বশেষ

কালিয়াকৈরে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ৩

০৭ জানুয়ারি, ২০২৫ ৬:৪৯ অপরাহ্ণ
কালিয়াকৈরে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ৩
গাজীপুর প্রতিনিধি :

গাজীপুরের কালিয়াকৈরে ইটভর্তি ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছে। এ ঘটনায় তিনজন আহত হয়েছে।

মঙ্গলবার (৭ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টায় উপজেলার চাপাইর ইউনিয়নের চেয়ারম্যান বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো নিহতরা হলো-কালিয়াকৈরের চাপাইর ইউনিয়নের বড় গোবিন্দপুর গ্রামের রিয়াজুল ইসলামের ছেলে করিম মিয়া (৪২), সূত্রাপুর (নয়ানগর) গ্রামের গোপাল চন্দ্র রায়ের ছেলে অয়ন রায় (৩৫) এবং টান সূত্রাপুর গ্রামের মৃত বাসুদেব দাসেন ছেলে সুদিপ দাস (৩৭)।

কালিয়াকৈর থানার পুলিশের উপ-পরিদর্শক (এসআই) জাহিদ হোসেন জানান, কালিয়াকৈরগামী যাত্রীবাহী অটোরিকশা মাওনা-কালিয়াকৈর সড়কের চেয়ারম্যান বাজার এলাকায় পৌছলে বিপরীত দিক থেকে আসা দ্রæতগতির ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় অটোরিকশা দুমড়ে-মুচড়ে গেলে ঘটনাস্থলেই যাত্রী নয়ন নিহত হন। স্থানীয়রা আহতদেরকে উদ্ধার করে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক গুরুতর আহত অটোচালক করিম মিয়াকে মৃত ঘোষণা করে। তাদের মধ্যে একজন টাঙ্গাইলের কমুদিনি হাসপাতাল এবং কালিয়াকৈরের ফজিলাতুন্নেছা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছে। আহত দুইজন কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। নিহত দুজনের লাশ গাজীপুর শহীদ তাজ উদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ইটভর্তি ট্রাক জব্দ করা হলেও চালক ও তার সহকারী পালিয়ে গেছে।

এম জি

শেয়ার