Top
সর্বশেষ

গাজীপুরে বকেয়া পরিশোধের দাবীতে ডার্ড কম্পোজিট টেক্সটাইল শ্রমিকদের বিক্ষোভ

০৮ জানুয়ারি, ২০২৫ ৫:৪৮ অপরাহ্ণ
গাজীপুরে বকেয়া পরিশোধের দাবীতে ডার্ড কম্পোজিট টেক্সটাইল শ্রমিকদের বিক্ষোভ
গাজীপুর প্রতিনিধি :

গাজীপুরে ডার্ড গ্রুপের ডার্ড কম্পোজিট টেক্সটাইল লিমিটেড শ্রমিক কর্মচারীদের বকেয়া বেতন, বোনাস ও অন্যান্য পাওনাদি পরিশোধে সরকারের পক্ষ থেকে দেওয়া লোনের টাকা শ্রমিকদের মধ্যে বিতরণ না করায় বিক্ষোভ মিছিল করেছে শ্রমিক কর্মচারীরা। বিক্ষোভ মিছিলটি ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক প্রদক্ষিণ করেন।

বুধবার বিকেলে গাজীপুরের রাজেন্দ্রপুর চৌরাস্তায় বিক্ষোভ মিছিল করেন শ্রমিকেরা।

ডার্ড কম্পোজিট টেক্সটাইল লিমিটেডের উর্ধ্বতন নির্বাহী (সিনিয়র এক্সিকিউটিভ) আমিনুর রহমান সাংবাদিকদের বলেন, আমাদের ধর্মীয় গ্রন্থে উল্লেখ আছে শ্রমিকের ঘাম শুকানোর আগেই তার মুজুরি পরিশোধের কথা। তবে আমরা যে হাড়ভাংগা পরিশ্রম করেছি তার এক টাকাও আমরা পাইনি। আমাদের শ্রমিকেরা না খেতে পেতে রাস্তায় রাস্তায় ঘুরতেছে। আমরা আমাদের নায্য দাবী নিয়ে রাস্তায় নেমেছি। আর কোনো তালবাহানা চাইনা, আমরা আমাদের পাওনাদি ফেরত চাই।

বাংলাদেশ গার্মেন্টস এন্ড শিল্প শ্রমিক ফেডারেশনের গাজীপুর মহানগর শাখার সভাপতি সফিউল আলম বলেন, আগামী ১২ জানুয়ারির মধ্যে বকেয়া বেতন পরিশোধ না করলে ১৩ জানুয়ারি ঢাকায় শ্রম ভবন ঘেরাও করা হবে। গত ১০ ডিসেম্বর ২০২৪ তারিখে সরকার কারখানার মালিককে ১৩ কোটি টাকা লোন দিয়েছে। আমরা জানতে চাই এই বন্ধ কারখানাটিকে সরকার যে ১৩ কোটি টাকা লোন দিয়েছে। সেই ১৩ কোটি টাকা কার পকেটে গেছে। সরকারের দেয়া লোনের ১৩ কোটি টাকা থেকে মাত্র ৬ কোটি টাকা শ্রমিকদের মাঝে বিতরণের কথা উল্লেখ করে। বাকি টাকা কেন শ্রমিক ও স্টাফদের মাঝে এখনো বিতরণ করা হয়নি? কারখানার মালিক রাতের আঁধারে কারখানা বন্ধ করে চলে গেছে।

ডার্ড কম্পোজিটের স্যাম্পল সেকশনের উপ-মহা ব্যবস্থাপক (ডেপুটি ম্যানেজার) মাহবুবুর রহমান বলেন, আমাদের পিঠ দেয়ালে ঠেকে গেছে। আজকে আমরা সড়কে দাঁড়িয়েছি। আমার বড় ছেলেটার এক বছর ধরে লেখাপড়া বন্ধ। এক লাখ টাকা ঘর-ভাড়া আটকে আছে। আমি এগারো বছর চাকরি করেছি এই কারখানায়। কিন্তু, বকেয়া বেতন, বোনাস ও অন্যান্য পাওনাদি মিলিয়ে ৬ লক্ষ টাকা পাবো। এই টাকাগুলো আদৌ পাবো কিনা তার নিশ্চয়তা নেই।

এম জি

শেয়ার