গাজীপুর সদর উপজেলা বিএনপির বিরুদ্ধে গণতন্ত্র মঞ্চের কার্যালয়ে ভাংচুর, অগ্নিসংযোগ এবং নেতাকর্মীদের ওপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সদর উপজেলা বিএনপি। মঙ্গলবার (০৭ জানুয়ারী) দুপুরে সদর উপজেলার ভাওয়াল মির্জাপুর বাজারে উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে নেতাকর্মীরা এ প্রতিবাদ জানান। এসময় দলের উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য সদর উপজেলা বিএনপির সভাপতি আবু তাহের মুসুল্লী বলেন, সদর উপজেলার মির্জাপুর ইউনিয়নে নাগরিক ঐক্যের কার্যালয়ে উপজেলা বিএনপির সভাপতির নেতৃত্বে ভাংচুর, অগ্নিসংযোগ এবং নেতাকর্মীদের ওপর হামলার ঘটেনি। গণতন্ত্র মঞ্চের নেতৃবৃন্দের দেওয়া বিবৃতি সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট এবং রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। ভিত্তিহীন অভিযোগের মাধ্যমে গাজীপুর সদর উপজেলায় বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করার অপচেষ্টা চালাচ্ছে আওয়ামী ফ্যাসিবাদের দোষররা। বিএনপির সভাপতি তাহের মুসল্লি ও মির্জাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ফজল মুসল্লিকে দোষারোপ করা বাস্তবতার সঙ্গে সম্পূর্ণ সাংঘর্ষিক। ভাংচুর, অগ্নিসংযোগ এবং নেতাকর্মীদের ওপর হামলার ঘটনায় আমি বা আমাদের কোনো নেতাকর্মী জড়িত নয়। শুধুমাত্র স্বৈরাচারী আওয়ামীলীগ অনুসারীদের কথা শুনে ঘটনা সম্পর্কে সঠিক তথ্য যাচাই না করে বিএনপির নেতৃবৃন্দকে দোষারোপ করা গণতন্ত্র মঞ্চের অগণতান্ত্রিক আচরণের প্রমাণ। বিএনপি ও দলের নেতাকর্মীরা শান্তিপূর্ণ সহাবস্থান এবং গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি শ্রদ্ধাশীল। প্রকৃতপক্ষে গণতন্ত্র মঞ্চের কোন কার্যালয় মির্জাপুর বাজারে নাই। স্থানীয় ডিস ব্যবসার অফিসকে তারা গণতন্ত্র মঞ্চের কার্যালয় দাবী করছেন।
তিনি আরো বলেন, গণতন্ত্র মঞ্চের পরিচয় দেওয়া নাগরিক ঐক্যের নেতা আব্দুল গণি, বাতেন সরকার এবং শরিফ ৫ আগস্টের পূর্বে আওয়ামীলীগের ব্যানারে এলাকায় রাজনীতি করেছে। ওই সময় তারা বিভিন্ন দিবসে এবং দলের বিভিন্ন অনুষ্ঠানে স্থানীয় আওয়ামীলীগের এমপির ছবি ব্যবহার করে পোস্টার ছাপিয়ে এলাকায় প্রচার চালিয়েছেন। এসময় দলীয় নেতাকর্মীরা ওইসব পোস্টার হাতে নিয়ে সংবাদ সম্মেলনে উপস্থাপন করেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, গাজীপুর জেলা বিএনপির কোষাধ্যক্ষ ইসলাম উদ্দিন, মির্জাপুর ইউনিয়ন বিএনপি সভাপতি ফজলুল হক মুসুল্লী, এমদাদুল হক মুসুল্লী, সিরাজুল হক মেম্বার, গাজীপুর জেলা যুবদল নেতা আমজাদ হোসেন, গাজীপুর সদর উপজেলা মহিলা দলের সভাপতি নাসিমা আক্তার, গাজীপুর জেলা ছাত্রদল নেতা সোহাগ হোসেনসহ দলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীবৃন্দ।
এ ব্যাপরে অভিযুক্ত আব্দুল গণি ও বাতেন সরকারকে একাধিকবার ফোন দিলেও তিনি রিসিভ না করায় তাদের বক্তব্য পাওয়া যায়নি।
এনজে