Top
সর্বশেষ

ইনচার্জ কুদ্দুস মৃধাকে ক্লোজ করে পুলিশ লাইনে সংযুক্ত

০৬ জানুয়ারি, ২০২৫ ২:১৮ অপরাহ্ণ
ইনচার্জ কুদ্দুস মৃধাকে ক্লোজ করে পুলিশ লাইনে সংযুক্ত
গাজীপুর প্রতিনিধি :

গাজীপুরের শ্রীপুরে ব্যবসায়ী সবুজ সরকারকে (২৫) আটক করে টাকা নেওয়ার অভিযোগ উঠায় কুদ্দিস মৃধাকে ক্লোজ করে গাজীপুর পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। তার বিরুদ্ধে ওঠা অভিযোগ তদন্ত করা হবে। গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অবস) আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

ভুক্তভোগী ব্যবসায়ী শ্রীপুর উপজেলার মাওনা ইউনিয়নের ধনুয়া গ্রামের কার ছেলে আফতাব উদ্দিন সরকার এর ছেলে। আটক থাকা অবস্থায় হাতকড়াসহ সেলফি তুলে সে তার ফেসবুকে পোস্ট দেন। বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়।

সোমবার (০৬ জানুয়ারী) বেলা সাড়ে ১১ টায় শ্রীপুরের চকপাড়া পুলিশ ফাঁড়ি থেকে ক্লোজ করে গাজীপুর পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। কুদ্দুস মৃধা মাওনা (চকপাড়া) পুলিশ ফাঁড়ির ইনচার্জ হিসেবে দায়িত্বে ছিলেন।

খোঁজ নিয়ে জানা গেছে, শুক্রবার (০৩ জানুয়ারী) মোবাইল ব্যবসায়ী সবুজ সরকারকে শ্রীপুরের নয়নপুর (ধনুয়া) হানু মার্কেট এলাকা থেকে আটক করেন। পরে তার সাথে থাকা টাকার ব্যাগ হাতিয়ে নেন ওই এসআই। ফেসবুকে হাতকড়াসহ ছবি পোস্ট করার পর তার কাছ থেকে নেওয়া টাকা পুলিশ ফিরিয়ে দিয়েছেন বলেও দাবি করেছেন ভুক্তভোগী।

সবুজ সরকার বলেন, গত শুক্রবার হানু মার্কেট এলাকা থেকে তাকে আটক করেন মাওনা পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এসআই) কুদ্দুস মৃধা। আটকের পর তাকে হাতকড়া পরিয়ে পুলিশ ফাঁড়ির পাশের একটি লোহার পাইপের সাথে আটকে রাখেন। আটক করে তার কাছ থেকে ২ লাখ টাকা হাতিয়ে নেন ওই এস আই কুদ্দুস মৃধা। এরপর আটক থাকা অবস্থায় তিনি সেলফি তুলে রাখেন। টাকা নেওয়ার পর ওই পুলিশ সদস্য তাকে ছেড়ে দেন।

তিনি আরো বলেন, তার বিরুদ্ধে কোনো মামলা নেই। পারিবারিক জমি নিয়ে এক স্বজনের সঙ্গে বিরোধের জেরে তাকে হয়রানি করে টাকা ছিনিয়ে নিয়েছে পুলিশের ওই এসআই।

অভিযুক্ত পুলিশ সদস্য আবদুল কুদ্দুস বলেন, টাকা নেওয়ার বিষয়টি সত্য নয়। জমি সংক্রন্ত বিরোধে দুটি পক্ষ সড়কের উপর সংঘর্ষে জড়ায়। পুলিশ সেখানে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সবুজ সরকারকে আটক করে। পরে অবশ্য তাকে ছেড়ে দেওয়া হয়েছে। তবে তাকে আটক করে কোনো টাকা নেওয়া হয়নি। পুলিশকে বিপাকে ফেলতে অহেতুক অভিযোগ তোলা হচ্ছে।

এনজে

শেয়ার