Top
সর্বশেষ

শিবির সন্দেহে জবিতে আটক ১২

২৬ মার্চ, ২০২২ ৪:৩৩ পূর্বাহ্ণ
শিবির সন্দেহে জবিতে আটক ১২
জবি প্রতিবেদক :

শিবির সম্পৃক্ততার অভিযোগে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ১২ শিক্ষার্থীকে আটক করেছে কোতোয়ালি থানা। 

জানা যায়, কোতোয়ালি থানা পুলিশের একটি টিম শিবির সম্পৃক্ততার অভিযোগে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ১২ শিক্ষার্থীকে আটক করে।

শুক্রবার (২৫ মার্চ) ভোর চারটার দিকে গেন্ডারিয়ার একটি মেসে এ অভিযান পরিচালনা করা হয়। এসময় বাসায় তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে একাধিক নিষিদ্ধ বই, শিবির সংশ্লিষ্ট কাগজপত্র, ল্যাপটপ, মোবাইল সহ বিভিন্ন জিনিসপত্র উদ্ধার করা হয়। পরবর্তীতে কোতোয়ালি থানায় বিশেষ ক্ষমতা আইনের একটি মামলা করেন সাব-ইন্সপেক্টর রুবেল খান। এ মালায় তাদের ৩ দিনের রিমান্ড মঞ্জুর করে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শহিদুল ইসলাম।

আটকৃত বাকিরা হলেন, মো. ইব্রাহিম আলী, ইসরাফিল হোসেন, আল মামুন রিপন, রওশন উল ফেরদৌস, মেহেদী হাসান, শ্রাবণ ইসলাম রাহাত, ফাহাদ হোসেন, ওবায়দুল ইসলাম, মোহাম্মদ শাহিন ইসলাম, আবদুর রহমান অলি ও তৌহিদুর রহমান।

নাম প্রকাশে অনিচ্ছুক এক প্রার্থী বলেন, অনেক আগে থেকেই স্বাধীনতা বিরোধী একটি শক্তি সোসাইটির নেতৃত্বে আসার জন্য উঠে পড়ে লেগেছে। এটা তারই একটা নষ্ট দৃষ্টান্ত। মাহাদী শুধু এক নন, এদের আরও সাঙ্গপাঙ্গ আছেন। এরকম কয়েকজনকে আমরা আগে থেকেই সন্দেহ করেছিলাম। প্রশাসন খোঁজ করলেই একে একে আরও অনেক বেড়িয়ে আসবে।

এ বিষয়ে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান বলেন, ‘আটক করে তাদের আদালতে চালান করা হলে আদালত ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। রিমান্ডে গ্রেপ্তারকৃতরা অনেক গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে।

এছাড়াও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আরও কয়েকজন শিক্ষার্থীর নাম পেয়েছি তাদের কাছ থেকে।’

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মোস্তফা কামাল বলেন, ‘বিষয়টি আমরা অবগত আছি। আমরা বলেছি কেউ নির্দোষ হলে যেন হয়রানি না করা হয়।

 

শেয়ার