নীলফামারীতে পালিত হয়েছে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। দিবসটি উপলক্ষে নীলফামারী জেলা তাঁতী লীগের নেতা কর্মীরা শহীদ মিনারে ও বঙ্গবন্ধুর ভাস্কর্যে ফুল দিয়ে মুক্তিযোদ্ধা ও শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।
শনিবার (২৬ মার্চ) সকালে বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন জেলা তাঁতী লীগের নেতাকর্মীরা।
পুষ্পমাল্য অর্পণ শেষে সেখানে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা তাঁতী লীগের সভাপতি দেওয়ান সেলিম আহমেদ, সাধারণ সম্পাদক এ্যাড. জামিল আহমেদ।
এ সময় উপস্থিত ছিলেন, জেলা তাঁতী লীগের সহ-সভাপতি ও চড়াইখোলা স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আব্দুর রহিম, জেলা তাঁতী লীগের প্রচার সম্পাদক সাংবাদিক আল-আমিন, উপ-প্রচার সম্পাদক রেজাউল করিম রঞ্জু, আইন বিষয়ক সম্পাদক এ্যাড. আব্দুল লতিফ সরকার, জেলা তাঁতী লীগের অন্যতম সদস্য মো. জাহাঙ্গীর কবির সহ সদর উপজেলা তাঁতী লীগ ও পৌর তাঁতী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।