Top
সর্বশেষ

একদিন পর উত্থানে পুঁজিবাজার, কমেছে লেনদেন

০৬ জানুয়ারি, ২০২১ ৩:২৫ অপরাহ্ণ
একদিন পর উত্থানে পুঁজিবাজার, কমেছে লেনদেন
পুঁজিবাজার ডেস্ক :

বছরের চতুর্থ কার্যদিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে।তবে বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর কমেছে। একইসঙ্গে কমেছে টাকার পরিমাণে লেনদেনও।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, দিনশেষ ডিএসই ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ৩০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫৬৪০ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১২৮১ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ১৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২০৭২ পয়েন্টে।

দিনভল লেনদেন হওয়া ৩৫১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১২০ টির, দর কমেছে ১৭১টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৭০টির।

ডিএসইতে ১ হাজার ৫৭৭ কোটি ৪৬ লাখ টাকা লেনদেন হয়েছে। যা আগের দিন থেকে ৯৬৯ কোটি ৩৬ লাখ টাকা কম। আগের দিন লেনদেন হয়েছিল ২ হাজার ৫৪৬ কোটি ৮২ লাখ টাকার।

অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৩৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৬ হাজার ২৯৪ পয়েন্টে। সিএসইতে আজ ২৬৯টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে।

এসব প্রতিষ্ঠানের মধ্যে ৯৫টির দর বেড়েছে, কমেছে ১৩৪টির আর ৪০টির দর অপরিবর্তিত রয়েছে। সিএসইতে ১০৮ কোটি ৮৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

শেয়ার