Top

বর্ণাঢ্য আয়োজনে ববিতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

২৭ মার্চ, ২০২২ ১১:২৫ পূর্বাহ্ণ
বর্ণাঢ্য আয়োজনে ববিতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন
ববি প্রতিনিধি :

বর্ণাঢ্য আয়োজনে বরিশাল বিশ্ববিদ্যালয়ে মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস-২০২২ উদযাপন করা হয়েছে। সকাল ১০টায় জাতীয় পতাকা উত্তোলন ও সমবেতকণ্ঠে জাতীয় সঙ্গীতের মাধ্যমে দিবসটির কর্মসূচি শুরু করা হয়। পরে বিশ্ববিদ্যালয়টির উপাচার্য প্রফেসর ড. মোঃ ছাদেকুল আরেফিনের নেতৃত্বে বঙ্গবন্ধুর ৬ দফা বেদীতে পুষ্পস্তবক অর্পণ করেন বিশ্ববিদ্যালয় প্রশাসন।

এ সময় উপস্থিত ছিলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক,কর্মকর্তা,কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ। বিশ্ববিদ্যালয়ে প্রশাসনের পর পুস্পস্তবক অর্পণে অংশ নেয় বিশ্ববিদ্যালয়টির শিক্ষক সমিতি,অফিসার্স এসোসিয়েশন,বঙ্গবন্ধু হল,শেরে বাংলা হল,শেখ হাসিনা হল,বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল,২৪টি বিভাগ,গ্রেড ১১-১৬ ও গ্রেড ১৭-২০ কল্যাণ পরিষদ,ববিতে কর্মরত বীর মুক্তিযোদ্ধাদের সন্তানদের উত্তরাধিকার,ছাত্রলীগসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সামাজিক,সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংগঠন।

সকাল ১১ টায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে একটি আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভার সভাপতির বক্তব্যে উপাচার্য ড. মোঃ ছাদেকুল আরেফিন বলেন, ‘ সোনার বাংলা বিনির্মানে বঙ্গবন্ধুর আদর্শে ও মহান মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত হতে হবে। তরুণ প্রজন্ম পারবে একটি দেশকে আরো বেশি শক্তিশালী করতে।তারজন্যে দরকার বঙ্গবন্ধুর আদর্শ অনুসরণ করার। এ সময় স্বাগত বক্তব্য রাখেন ১৭ মার্চ ও ২৬ মার্চ উদযাপন কমিটির সদস্য সচিব ড. মোঃ খোরশেদ আলম। রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত) প্রফেসর ড. মোঃ মুহসিন উদ্দীনের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন, ববি শিক্ষক সমিতির সভাপতি ড. মোঃ আব্দুল কাইউম,বঙ্গবন্ধু হলের প্রভোস্ট,শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক প্রমুখ।

আলোচনার শেষে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদ কর্তৃক প্রকাশিত জার্নাল ‘ স্বাধীনতা সুবর্ণজয়ন্তী সংখ্যা-২০২১ এর মোড়ক উন্মোচন করেন উপাচার্য মহোদয়। সামাজিক বিজ্ঞান অনুষদ জার্নালের এসোসিয়েট এডিটর ও সহকারী অধ্যাপক মোঃ সাদেকুর রহমান বলেন, ‘বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে মাননীয় ভাইস- চ্যান্সেলর স্যারের পরামর্শ, তত্ত্বাবধান ও দিকনির্দেশনায় ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণকারী মুক্তিযোদ্ধাদের উৎসর্গীকৃত এই জার্নালটি প্রকাশ করে আমরা আনন্দিত।আমার বিশ্বাস তরুণ প্রজন্মের কাছে পৌছে দিবে বাঙালি জাতিসত্তার ইতিহাস।’ আলোচনার সভার পর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে বিকাল ৪ টায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

শেয়ার