কাফরুল থানার পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. সাইফুল ইসলাম বলেন, ‘ভোর চারটার দিকে আমরা খবর পাই। পরে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করা হয়। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’
পরিবারের সদস্যদের বরাতে এসআই সাইফুল জানান, ফরিদ উদ্দিন মানসিক সমস্যায় ভুগছিলেন। শনিবার (২৬ মার্চ) দিনগত রাতে কোনো একসময় নিজ বাসার সিলিং ফ্যানের সঙ্গে রশি দিয়ে গলায় ফাঁস দেন। পরিবারের সদস্যরা বিষয়টি জানতে পেরে থানায় খবর দেন।
তবে ময়নাতদন্তের প্রতিবেদন হাতে না পাওয়া পর্যন্ত মৃত্যুর সঠিক কারণ জানানো সম্ভব নয় বলে জানান এসআই সাইফুল ইসলাম।