Top

পতন তালিকায় বীমা খাতের কোম্পানি বেশি

০৬ জানুয়ারি, ২০২১ ৪:২০ অপরাহ্ণ
পতন তালিকায় বীমা খাতের কোম্পানি বেশি
পুঁজিবাজার ডেস্ক :

বছরের চতুর্থ কার্যদিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে গ্রীন ডেল্টা মিউচ্যুয়াল ফান্ড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, ফান্ড শেয়ার দর আগের দিনের চেয়ে ৮ দশমিক ৫১ শতাংশ কমেছে। ফান্ডটি ৭৪৭ বারে ৭৯ লাখ ২ হাজার ১০২টি ইউনিট লেনদেন করে। যার বাজার মূল্য ৭ কোটি ২ লাখ টাকা।

তালিকায় দ্বিতীয় স্থানে থাকা নিটল ইন্স্যুরেন্সের শেয়ার দর আগের দিনের চেয়ে ৬ দশমিক ৮২ শতাংশ কমেছে। কোম্পানিটি ৯৭৫ বারে ৭ লাখ ৭১ হাজার ২৩৩ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৪ কোটি ৪০ লাখ টাকা।

তালিকায় তৃতীয় স্থানে থাকা পিপলস ইন্স্যুরেন্সের দর আগের দিনের চেয়ে ৬ দশমিক ৭৩ শতাংশ কমেছে। কোম্পানিটি ১ হাজার ৫২৮ বারে ১৩ লাখ ৬৮ হাজার ৯৭৪টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৬ কোটি ৩৮ লাখ টাকা।

তালিকায় থাকা অন্যান্য কোম্পানির মধ্যে- অলটেক্সের ৬ দশমিক ৪৫ শতাংশ, তাকাফুল ইন্স্যুরেন্সের ৫ দশমিক ৮৪ শতাংশ, ইসলামী ইন্স্যুরেন্সের ৫ দশমিক ৮২  শতাংশ, গ্লোবাল ইন্স্যুরেন্সের ৫ দশমিক ৫৮ শতাংশ, নর্দার্ন ইন্স্যুরেন্সের ৪ দশমিক ৯৮ শতাংশ, রিপাবলিক ইন্স্যুরেন্সের ৪ দশমিক ৪৪ শতাংশ এবং পদ্মা লাইফ ইন্স্যুরেন্সের শেয়ার দর ৪ দশমিক ৪৩ শতাংশ কমেছে।

শেয়ার