Top

খানসামায় আয়রন ট্যাবলেট পাচ্ছে ১০ হাজার ছাত্রী

২৭ মার্চ, ২০২২ ৬:৩৬ অপরাহ্ণ
খানসামায় আয়রন ট্যাবলেট পাচ্ছে ১০ হাজার ছাত্রী
খানসামা (দিনাজপুর) প্রতিনিধি :

দিনাজপুরের খানসামা উপজেলার মাধ্যমিক পর্যায়ের প্রতিষ্ঠানের প্রায় ১০ হাজার শিক্ষার্থীকে আয়রন ফলিক এসিড ট্যাবলেট খাওয়ানোর কার্যক্রম শুরু হয়েছে।

রবিবার (২৭মার্চ) সকালে উপজেলা মাধ্যমিক শিক্ষা বিভাগ ও স্বাস্থ্য বিভাগের সহযোগিতায় গোয়ালডিহি বালিকা উচ্চ বিদ্যালয়ে এই কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মন্জুরুল হক।

এসময় উপস্থিত ছিলেন গোয়ালডিহি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ মোহাম্মদ আফজালুর রহমান শাহ, শিক্ষক-শিক্ষিকা ও ছাত্রীগণ।

জানা যায়, সারাদেশের ন্যায় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের নির্দেশনায় উপজেলার ৬৪ টি শিক্ষা প্রতিষ্ঠান এর প্রায় ১০ হাজার ছাত্রীকে প্রতি সপ্তাহে ১টি করে আয়রন ফলিক এসিড ৫৪ সপ্তাহ খাওয়ানো হবে।

 

শেয়ার