Top
সর্বশেষ

রমজানেও চলবে ইবির ক্লাস-পরীক্ষা

২৮ মার্চ, ২০২২ ৩:৫১ অপরাহ্ণ
রমজানেও চলবে ইবির ক্লাস-পরীক্ষা
ইবি প্রতিনিধি :

রমজান মাসেও ইসলামী বিশ্ববিদ্যালয়ের ক্লাস চালু রাখার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। শিক্ষার্থীদের করোনাকালীন ক্ষতির কথা বিবেচনা করে ও সেশনজট নিরসনে হল প্রভোস্ট ও ডিনদের সঙ্গে প্রশাসনের মতবিনিময় সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

সোমবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মু. আতাউর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, আগামী ২০শে এপ্রিল পর্যন্ত একাডেমিক ক্লাস চালু থাকবে। একইসাথে স্ব স্ব বিভাগ তাদের সিদ্ধান্ত মোতাবেক পরীক্ষাসমূহ গ্রহণ করবে। এছাড়া সকাল ৯টা থেকে দুপুর ৩টা পর্যন্ত অফিস সময় নির্ধারন করা হয়েছে। এছাড়া দুপুর ১.১৫ মিনিট হতে ১.৩০ মিনিট পর্যন্ত যোহরের নামাজের জন্য কর্মবিরতি থাকবে।

শেয়ার