Top

স্বপ্নপূরণে যুবকের অনুকরণীয় উদ্যোগ

২৮ মার্চ, ২০২২ ৫:২৭ অপরাহ্ণ
স্বপ্নপূরণে যুবকের অনুকরণীয় উদ্যোগ

নিজের স্বপ্নপূরণ করতে মানুষ অনেক অবাক কাজ করে থাকে । তেমনই এক কাজ করেছেন তামিলনাড়ুর সালেমের এক যুবক। নিজের স্বপ্নের বাইক কেনার জন্য ৩ বছর ধরে ১ টাকার কয়েন জমিয়েছেন। শনিবার ওই ১ টাকার কয়েন দিয়ে ভারতীয় মুদ্রায় ২.৬ লাখ টাকায় স্বপ্নের বাইক কিনেছেন তিনি। যা কিনা সবার কাছে অনুকরণীয় হয়ে থাকবে।

ওই যুবকের নাম ভি বুবাথি। তিন বছর ধরে স্বপ্নের বাইক কেনার জন্য ওই টাকা সংগ্রহ করেন তিনি। তিন বছর পর বাইকের সমান টাকা জমার পর সেই টাকা নিয়ে তিনি শোরুমের যান। ওই টাকা দেখে শোরুমের মালিকের মাথায় হাত। শোরুমের কর্মীরা ওই টাকা গুনতে টানা ১০ ঘণ্টা সময় নেন। অবশেষে বুবাথি নতুন বাজাজ ডোমিনার কিনে বাড়ি ফেরেন।

ভারত অ্যাজেন্সির ম্যানেজার মহাবিক্রান্ত বলেছেন, মোটরসাইকেল শোরুমের কর্মীরা বুবাথির তিন বছরের গুনতে ১০ ঘণ্টা সময় নিয়েছেন৷

বুবাথি একজন বিসিএ স্নাতক৷ চার বছর আগে তার ইউটিউব চ্যানেল শুরু করার আগে একটি বেসরকারি কোম্পানিতে কম্পিউটার অপারেটর হিসেবে কাজ করতেন। ৩ বছর আগে একটি বাইক কেনার স্বপ্ন দেখেছিলেন তিনি৷ কিন্তু তখন বাইকের দাম ছিল ২ লাখ টাকা৷ তখন অত টাকা তার কাছে ছিল না৷ তাই তখন থেকে টাকা জমাতে শুরু করেন তিনি৷ প্রতিদিন ১ টাকার কয়েন দিয়ে তিনি তার পিগি ব্যাঙ্কে ফেলতেন৷ সেই টাকা জমেছে এতদিনে৷ তাই এবার নিজের সাধ পূরণ করলেন তিনি৷

শেয়ার