Top
সর্বশেষ

জলবায়ুর প্রভাব, দুর্যোগপ্রবণ এলাকায় নিরক্ষর ২৩ শতাংশ মানুষ

৩০ মার্চ, ২০২২ ১০:৪২ পূর্বাহ্ণ
জলবায়ুর প্রভাব, দুর্যোগপ্রবণ এলাকায় নিরক্ষর ২৩ শতাংশ মানুষ

জলবায়ুর প্রভাবে দুর্যোগপ্রবণ এলাকার মাত্র তিন দশমিক ২৬ শতাংশ মানুষ স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি সম্পন্ন করেছেন। আর কোনো ধরনের শিক্ষাই গ্রহণ করতে পারেননি ২৩ শতাংশ মানুষ। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) প্রকাশিত ‘বাংলাদেশ পরিবেশ পরিসংখ্যান-২০২০’ প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে।

মঙ্গলবার (২৯ মার্চ) রাজধানীর এনইসি সম্মেলন কক্ষে এই প্রতিবেদন প্রকাশ করা হয়।

পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব ড. শাহনাজ আরেফিনের সভাপতিত্বে অনুষ্ঠানে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান, পরিকল্পনা প্রতিমন্ত্রী প্রফেসর ড . শামসুল আলম, দুর্যোগ ও ত্রাণ সচিব মো. কামরুল হাসান উপস্থিত ছিলেন।

পরিবেশ, জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ পরিসংখ্যান শক্তিশালীকরণ (ইসিডিএস) প্রকল্পের পরিচালক মো. রফিকুল ইসলাম প্রতিবেদনের বিস্তারিত তুলে ধরেন।

জরিপে দেখা গেছে, দুর্যোগপ্রবণ এলাকার খানার (পরিবার) সদস্যদের শিক্ষাগত যোগ্যতার দিক থেকে লক্ষ্য করা গেছে প্রথম শ্রেণি থেকে পঞ্চম শ্রেণি পাস ৩৪ দশমিক ১৮ শতাংশ, ষষ্ঠ থেকে নবম শ্রেণি পাস ২৩ দশমিক ৬৭ শতাংশ, এসএসসি/এইচএসসি/ সমমান পাস ১৪ দশমিক ৪৮ শতাংশ, স্নাতক/স্নাতকোত্তর পাস মাত্র তিন দশমিক ২৬ এবং কোনো ধরনের শিক্ষাই গ্রহণ করেনি ২৩ দশমিক ৫০ শতাংশ।

অন্যদিকে ২০১৫ সালের জরিপে দেখা গেছে, ওই বছর এক শতাংশ মানুষ স্নাতক/স্নাতকোত্তর সম্পন্ন করেছেন। আর ওই বছরে শিক্ষাই গ্রহণ করেনি ৩৮ শতাংশ মানুষ।

দুর্যোগের কারণে শিশুদের (০-১৭ বছর) স্কুলে অনুপস্থিতি

জরিপে দুর্যোগপ্রবণ এলাকায় প্রাকৃতিক দুর্যোগে গত ছয় বছরে শিশুদের স্কুলে অনুপস্থিতির প্রধান কারণ ছিল অসুস্থতা ও আহত- ৭২ দশমিক ৩৯ শতাংশ। এছাড়া যোগাযোগ ব্যবস্থার অবনতির কারণে ২০ দশমিক ৪২ শতাংশ ও বিদ্যালয়ের অবকাঠামো ক্ষতিগ্রস্ত/ধ্বংসপ্রাপ্তের কারণে দুই দশমিক ৮৩ শতাংশ শিশু স্কুলে যেতে পারেনি।

জরিপে উঠে এসেছে, বর্তমান সময়ে জলবায়ু পরিবর্তন আলোচিত একটি বিষয়। গ্রিন হাউজ গ্যাস নিঃসরণ ও ভূ-পৃষ্ঠের উষ্ণতা বৃদ্ধির প্রভাবে জলবায়ু পরিবর্তন হচ্ছে। ভৌগোলিক অবস্থান ও জলবায়ু পরিবর্তনের কারণে প্রাকৃতিক দুর্যোগ এদেশে একটি নিত্যনৈমিত্তিক ঘটনা। সামগ্রিক জনজীবনে ব্যাপক প্রভাব ফেলছে প্রাকৃতিক দুর্যোগ যেমন- খরা, বন্যা, জলমগ্নতা, ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাস, টর্নেডো, বজ্রপাত/বজ্রঝড়, নদী/উপকূলীয় ভাঙন, ভূমিধস, লবণাক্ততা, শিলাবৃষ্টি প্রভৃতি। এছাড়া কৃষি উৎপাদন বিশেষ করে শস্য, গবাদিপশু, হাঁস-মুরগি, মৎস্য, বন প্রভৃতি) কলকারখানা/মেসিনারিজ (কৃষি, শিল্প ও অফিস), বৃহৎ স্থাপনা (রাস্তা-ঘাট, যোগাযোগ ব্যবস্থা, শিক্ষাপ্রতিষ্ঠান, অফিস-আদালত, হাসপাতাল ও ক্লিনিক, আইসিটি, বিদ্যুৎ, মার্কেট, হাট-বাজার প্রভৃতি) ভূমি, বাসস্থান, স্বাস্থ্য ও সানিটেশন প্রভৃতি সর্বোপরি মানুষের আর্থ-সামাজিক অবস্থার ব্যাপক পরিবর্তন সাধন করে। তার হালনাগাদ সঠিক তথ্যের অভাবে সরকারের সঠিক পরিকল্পনা প্রণয়নের জন্য কর্মসূচি গ্রহণ করা কষ্টসাধ্য হয়ে পড়ে।

দেশের ৬৪ জেলার ১১টি প্রধান দুর্যোগের বিপরীতে দুর্যোগ প্রবণ এলাকা থেকে খানাভিত্তিক এই জরিপে ডিজিটাল পদ্ধতিতে দীর্ঘ প্রশ্নপত্রের মাধ্যমে সাক্ষাৎকারের ভিত্তিতে তথ্য-উপাত্ত সংগ্রহ করা হয়। বিবিএস জলবায়ু পরিবর্তনের অনুঘটকসমূহ যেমন- তাপমাত্রা, বৃষ্টিপাত, কার্বন নিঃসরণ, গ্রিন হাউজ গ্যাস প্রভৃতির ওপর ভিত্তি করে জরিপটি পরিচালনা করেনি। বিবিএস মূলত খানাভিত্তিক জলবায়ু পরিবর্তনজনিত প্রাকৃতিক দুর্যোগ বিষয়ক তথ্য-উপাত্ত সংগ্রহ করে রিপোর্ট প্রণয়নের কাজ করেছে।

জরিপের পদ্ধতি

জেলাভিত্তিক দুর্যোগবিষয়ক পরিসংখ্যান প্রস্তুতের লক্ষ্যে প্রতি জেলা হতে কমপক্ষে এক হাজার ৩৮০টি খানার তথ্য-উপাত্ত সংগ্রহ করা হয়। প্রকৃতপক্ষে জরিপকালীন ৬৪ জেলার চার হাজার ২৪০টি মৌজার মোট এক লাখ ২৭ হাজার খানা হতে দীর্ঘ প্রশ্নপত্রের মাধ্যমে সাক্ষাৎকারের ভিত্তিতে তথ্য-উপাত্ত সংগ্রহ করা হয়। বিবিএস কর্তৃক যে কয়টি সর্ববৃহৎ আকারের নমুনা জরিপ পরিচালনা করা হয়েছে তার মধ্যে এটি অন্যতম।

দুর্যোগপ্রবণ এলাকার বসবাসের প্রধান ঘরের কাঠামো

জরিপে দুর্যোগপ্রবণ এলাকার বাসিন্দাদের বসবাসের প্রধান ঘর ৫৯ দশমিক ১৩ শতাংশ কাঁচা, ২৯ দশমিক শতাংশ ১৫ আধাপাকা, ১০ দশমিক শতাংশ ৭১ পাকা, ঝুপড়ি শূন্য দশমিক ৯৩ শতাংশ এবং অন্যান্য শূন্য দশমিক ০৮ শতাংশ চিহ্নিত করা হয়েছে।

দুর্যোগপ্রবণ এলাকায় খাবার পানির উৎস

জরিপে দুর্যোগপ্রবণ এলাকার বাসিন্দাদের খাবার পানির নিরাপদ উৎস ৯৬ দশমিক ০৪ শতাংশ এবং তিন দশমিক ৯৬ শতাংশ পানির উৎস পুকুর, কূপ, খাল, নদী, বৃষ্টি ও অন্যান্য চিহ্নিত করা হয়েছে।

টয়লেট (পায়খানা) ফ্যাসিলিটি

জরিপে দুর্যোগপ্রবণ এলাকার বাসিন্দাদের মোট পাকা পায়খানা (ওয়াটার সিল ও সিলবিহীন) ৫২ দশমিক ৪৩ শতাংশ, কাঁচা পায়খানা ৪৫ দশমিক ৪৮ শতাংশ এবং খোলা জায়গা দুই দশমিক ০৯ শতাংশ চিহ্নিত করা হয়েছে।

আলোর উৎস

জরিপে দুর্যোগপ্রবণ এলাকায় আলোর উৎস হচ্ছে ৯৪ দশমিক ০৬ শতাংশ ইলেকট্রিসিটি, চার দশমিক ০১ শতাংশ সোলার অ্যানার্জি, কেরোসিন ও অন্যান্য এক দশমিক ৯২ শতাংশ চিহ্নিত করা হয়েছে। অন্যদিকে ২০১৫ সালের জরিপে দুর্যোগপ্রবণ এলাকার বাসিন্দাদের আলোর উৎস হচ্ছে ৫৯ দশমিক ৯৮ শতাংশ ইলেকট্রিসিটি ও সোলার পাওয়ার, কেরোসিন ও অন্যান্য ৪০ দশমিক ০২ শতাংশ চিহ্নিত করা হয়েছিল। ফলে গত পাঁচ বছরে দেশে আলোর উৎসের অরেক উন্নয়ন হয়েছে।

বাসিন্দাদের আয়ের প্রধান উৎস

জরিপে দুর্যোগপ্রবণ এলাকার খানার প্রধান আয়ের উৎস অনুসারে দেখা যায়, সবচেয়ে বেশি খানার আয়ের উৎস হচ্ছে কৃষি ৩৫ দশমিক ৪৩ শতাংশ, দ্বিতীয় প্রধান উৎস হচ্ছে দিনমজুরি ৩১ দশমিক ৪৩ শতাংশ (কৃষি দিনমজুর ও অকৃষি দিনমজুর), ১৭ দশমিক ৬২ শতাংশ খানার আয়ের উৎস ব্যবসা। এছাড়া ১২ দশমিক ৬০ সেবা (সব ধরনের চাকরি), শূন্য দশমিক ৬৮ শিল্প (শুধুমাত্র শিল্পের মালিক) এবং দুই দশমিক ২৩ শতাংশ অন্যান্য আয়ের উৎসের সঙ্গে জড়িত (গৃহ-পরিচারিকা, ভিক্ষুক প্রভৃতি)।

শেয়ার