করোনা পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় কুটির, মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি শিল্প (সিএমএসএমই) খাতে ব্যাংকের অর্থায়ন বেড়েছে। গত বছরের অক্টোবর-ডিসেম্বর প্রান্তিক শেষে সিএমএসএমই খাতে ঋণ বিতরণ হয়েছে ৫৭ হাজার ১১৮ কোটি টাকা। দুই লাখ ৯৫ হাজার ৪০৫টি গ্রাহকের অনুকূলে এই ঋণ দেওয়া হয়েছে। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ করা পরিসংখ্যানে এ তথ্য উঠে এসেছে।
সংশ্লিষ্টরা বলেন, বছরের শেষ প্রান্তিকে ব্যবসা-বাণিজ্যের প্রসার ও লক্ষ্যমাত্রা অর্জনের জন্য ক্ষুদ্র উদ্যোক্তাদের মাঝে ব্যাংকগুলো অন্যান্য প্রান্তিকের চেয়ে বেশি ঋণ বিতরণ করে থাকে। আর গত বছরের শুরুতে করোনার প্রকোপ বেশি থাকার কারণে ক্ষুদ্র উদ্যোক্তাদের মাঝে ঋণ বিতরণ কমে যায়। এখন করোনা পরিস্থিতি উন্নতি হওয়ার সাথে সাথে উদ্যোক্তারা আবার তাদের ব্যবসা-বাণিজ্য সচল করতে ব্যাংক থেকে ঋণ নিচ্ছে। যার ফলে গত বছরের শেষ প্রান্তিকে আগের প্রান্তিকগুলোর চেয়ে ঋণ বিতরণ বৃদ্ধি পেয়েছে। করোনা পরিস্থিতি ভালো থাকলে আগামীতে এ খাতের ঋণ বিতরণের পরিমাণ আরও বাড়বে।
বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনের তথ্য অনুযায়ী, ২০২১ সালের (অক্টোবর-ডিসেম্বর) প্রান্তিকে সিএমএসএমই খাতে ঋণ বিতরণ হয়েছে ৫৭ হাজার ১১৮ কোটি টাকা, যা এর আগের প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) বিতরণ করা ঋণের তুলনায় ১৫ হাজার ৪৩ কোটি টাকা বা ৩৫ দশমিক ৭৫ শতাংশ বেশি। এসময়ে ঋণ আদায় হয়েছে ৫৩ হাজার ১০৩ কোটি টাকা।
২০২১ সালের (জুলাই-সেপ্টেম্বর) প্রান্তিকে সিএমএসএমই খাতে ঋণ বিতরণ হয়েছে ৪২ হাজার ৭৫ কোটি টাকা। এপ্রিল-জুন ত্রৈমাসিকে সিএমএসএমই খাতে ৪১ হাজার ৭৮৯ কোটি টাকার ঋণ বিতরণ করে ব্যাংকগুলো। এদিকে জানুয়ারি-মার্চ প্রান্তিকে সিএমএসএমই খাতে ঋণ দেওয়া হয় ৪৪ হাজার ৪৪৬ কোটি টাকা।
এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র সিরাজুল ইসলাম বলেন, আমরা এখন বড় লোনের তুলনায় ছোটকে বেশি গুরুত্ব দিচ্ছি। ইতোপূর্বে এসএমই খাতে আমরা শতভাগ টার্গেট পূরণ করতে পারিনি। যেহেতু ক্ষুদ্র ঋণে ছোট ব্যবসায়ীরা এবং সাধারণ শ্রমিকরা লাভবান হয় তাই এ বিষয়ে বাংলাদেশ ব্যাংক তৎপর ছিল। এখন প্রতি তিন মাস পরপর ব্যাংকগুলো থেকে তথ্য নেয়া হয়েছে এবং তাদেরকে শতভাগ লক্ষ্যমাত্রা পূরণের নির্দেশনা দেয়া হয়েছে। তাই ব্যাংকগুলো এ বিষয়ে তৎপর হয়েছে। সামগ্রিকভাবে এসএমই খাতে ঋণ বিতরণ বেড়েছে।
কেন্দ্রীয় ব্যাংক বলছে, সবমিলিয়ে ২০২১ সাল শেষে এসএমই ঋণ বিতরণ হয় এক লাখ ৮৫ হাজার ৪২৮ কোটি টাকা। ফলে ইতোপূর্বে বিতরণ করা সব ঋণসহ এ খাতে ঋণের মোট স্থিতি দাঁড়ায় দুই লাখ ৫২ হাজার ৮২ কোটি টাকা। নয় লাখ ৩৯ হাজার ১৩১ গ্রাহক এ ঋণ পেয়েছেন।
এ বিষয়ে ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সেলিম আর এফ হোসেন বাণিজ্য প্রতিদিনকে বলেন, বাংলাদেশ ব্যাংকের একটি বড় তাগাদা থাকার কারণে এ খাতে ঋণ বিতরণ আস্তে আস্তে বাড়ছে। তাদের দিকনির্দেশনা অনুযায়ী সব ব্যাংক চেষ্টা করছে একটু একটু করে এ খাতে ফোকাস বাড়াতে। এছাড়া সরকার ও বাংলাদেশ ব্যাংকের একটা প্রায়োরিটি (অগ্রাধিকার) আছে সিএমএসএমই খাতে। তারা সর্বদায় প্রত্যেক ব্যাংককে এ খাতে বেশি করে বিনিয়োগ করতে বলছে। ব্যাংকিং সেক্টরও চেষ্টা করছে তাদের নির্দেশনা অনুযায়ী বিনিয়োগ করতে। আগামীতে সিএমএসএমই খাতে ঋণ বিতরণ আরও বাড়বে বলে আশা করা হচ্ছে। তিনি আরও বলেন, ব্র্যাক ব্যাংকের প্রবৃদ্ধি এ খাতে অত্যান্ত ভালো। আমাদের ব্যাংকে এ খাতে বিশেষ একটা ফোকাস রয়েছে।
প্রাপ্ত তথ্যে দেখা যায়, ২০২১ সালের অক্টোবর-ডিসেম্বর সময়ে এসএমই খাতে নতুন উদ্যোক্তাদের মধ্যে আট হাজার ৫৬০ কোটি টাকা ঋণ দেয় ব্যাংকগুলো। পল্লী এলাকার এসএমই প্রতিষ্ঠানগুলোর মধ্যে বিতরণ করা হয় ১১ হাজার ২২৪ কোটি টাকার ঋণ। আলোচিত সময়ে জামানতবিহীন ঋণ আট হাজার ৩৮৮ কোটি টাকা।
এর মধ্যে কুটির (কটেজ) প্রতিষ্ঠানে ৬৯৩ কোটি টাকা ঋণ দেয়া হয়। মাইক্রো খাতের প্রতিষ্ঠানে সাত হাজার ৮৬৯ কোটি টাকা, ক্ষুদ্র শিল্পে ৩৩ হাজার ৫২ কোটি টাকা এবং মাঝারি শিল্প খাতে ১৫ হাজার ৫০২ কোটি টাকা ঋণ দেয় ব্যাংকগুলো।
বিতরণ করা এসব ঋণের মধ্যে প্রস্তুতকারক শিল্পে গিয়েছে ২০ হাজার ১৬৯ কোটি টাকা। সেবা খাতের প্রতিষ্ঠানে ১২ হাজার ৬৬৫ কোটি টাকা এবং ব্যবসা উপ-খাতের প্রতিষ্ঠানে ২৪ হাজার ২৮৩ কোটি টাকার ঋণ দিয়েছে ব্যাংকগুলো।
তথ্য বিশ্লেষণে আরও দেখা যায়, গত অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত সিএমএসএমই খাতে বেসরকারি ব্যাংকগুলো বিতরণ করে ২৭ হাজার ৭৪৯ কোটি টাকা। রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংকগুলো বিতরণ করে চার হাজার ৪২৫ কোটি টাকা। বিশেষায়িত ব্যাংক বিতরণ করে ৮৩২ কোটি টাকা। ইসলামিক ব্যাংকগুলো বিতরণ করে ২১ হাজার ১৫৯ কোটি টাকা। আর বিদেশি ব্যাংক বিতরণ করে ১ হাজার ১১৪ কোটি টাকা। এছাড়া ব্যাংক বহির্ভূত প্রতিষ্ঠানগুলো (এনবিএফআই) সিএমএসএমই খাতে বিতরণ করে এক হাজার ৮৩৭ কোটি টাকা।
নিয়মিত এসএমই ঋণের পাশাপাশি কোভিড-১৯ এর প্রকোপে ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র শিল্পের উদ্যোক্তাদের স্বল্প সুদে ঋণ দিতে ২০২০ সালের এপ্রিল থেকে ২০ হাজার কোটি টাকার একটি প্রণোদনা প্যাকেজের নীতিমালা জারি করে বাংলাদেশ ব্যাংক। ওই প্যাকেজ থেকে গত বছরের জুন পর্যন্ত প্রায় ১৫ হাজার কোটি টাকার ঋণ বিতরণ হয় সিএমএসএমই খাতে। গত জুলাই থেকে প্রণোদনার দ্বিতীয় মেয়াদের ঋণ বিতরণ শুরু হয়েছে। এ ঋণের সুদহার ৯ শতাংশ। তবে এর মধ্যে ৫ শতাংশ ভর্তুকি দেবে সরকার, বাকিটা গ্রাহক পরিশোধ করবে। দ্বিতীয় মেয়াদের প্রণোদনা ঋণের চলতি অর্থবছরের (২০২১-২২) প্রথম আট মাসে (জুলাই-ফেব্রুয়ারি) পর্যন্ত ৭ হাজার ১১৭ কোটি টাকা বিতরণ করেছে ব্যাংকগুলো, যা লক্ষ্যমাত্রার ৩৬ দশমিক ৮০ শতাংশ।