আর এতেই অনেকটা প্রকাশ্যে এসেছে ইমরান খানের সঙ্গে পাকিস্তানের সেনাবাহিনীর সংকট। বৃহস্পতিবার (৩১ মার্চ) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গ।
প্রতিবেদনে বলা হয়, বিল গেটসের সঙ্গে প্রকাশ করা ছবিতে দেখা যায়, ইমরান খান যেখানে বসে বৈঠক করেছেন, সেখানে ১৩ জনের বসার আসন রয়েছে। অথচ সেখানে বসে রয়েছেন ১২ জন। একটি আসন ফাঁকা কেন, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে।
ইমরান খানের বৈঠকের সেই ছবি প্রকাশ্যে আসতেই স্থানীয় সংবাদ মাধ্যমগুলো দাবি করে, প্রধানমন্ত্রীর পাশে যে ‘ভূতের’ মতো অবয়ব রয়েছে, তা আসলে পাকিস্তানের নতুন গোয়েন্দা প্রধান নাদিম আনজুমের। আর এরপরই প্রকাশ্যে আনার আগের নাদিম আনজুমের ছবি কেন ইমরান খানের পাশ থেকে মুছে দেওয়া হয়েছে, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে।
জানা যায়, মাস চারেক আগে নাদিম আনজুমকে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা ইন্টার সার্ভিস ইন্টেলিজেন্স (আইএসআই) প্রধান হিসেবে নিযুক্ত করার কথা শুরু হলে সৃষ্টি হয় নাটকীয়তার। সেনাপ্রধান এই নিয়োগ চূড়ান্ত করতে চাইলেও আনজুমের নিয়োগে বিলম্ব করতে শুরু করেন ইমরান খান।
তবে পাকিস্তানের প্রধানমন্ত্রীর বিলম্বের চেষ্টা সত্ত্বেও দেশটির সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়া নাদিম আনজুমকে গোয়েন্দা প্রধান হিসেবে নিয়োগ সম্পন্ন করেন। ফলে জেনারেল বাজওয়ার সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রীর রেষারেষির জেরেই ইমরান খানের ওই ছবি থেকে আনজুমকে মুছে দেওয়ার অভিযোগ ওঠে।
পাকিস্তানে বরাবরই সেনাবাহিনীর সঙ্গে রাজনৈতিক নেতাদের বিরোধ প্রকাশ্যে উঠে আসে। কিন্তু ইমরান খানের বিষয়ে শুরু থেকেই শোনা যেত অন্য খবর। অনেক সংবাদমাধ্যমেই দাবি করা হয়, ইমরান খানের সঙ্গে পাকিস্তানের সেনাবাহিনীর সখ্যতা তুলনামূলক বেশি। দেশটিতে দশকের পর দশক ধরে চলে আসা ব্যাপক দুর্নীতি এবং কুসংস্কারের বিরুদ্ধে লড়াইয়ের প্রতিশ্রুতি দিয়ে ২০১৮ সালের সাধারণ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পান ইমরান খান।
সেই থেকে পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে সে দেশের সেনাবাহিনীর সখ্যতা প্রকাশ পায়। কিন্তু ক্ষমতায় আসার পর থেকে আকাশচুম্বী মূল্যস্ফীতি, রুপির মান পড়ে যাওয়া এবং ক্রমবর্ধমান ঋণের বোঝা সামলাতে ব্যাপক সংগ্রামের মুখোমুখি হয়েছেন ইমরান।
সেনাবাহিনীর সঙ্গে সখ্যতা সত্ত্বেও কেন নাদিম আনজুমের ছবি মুছে দেওয়া হয়, তা নিয়ে এখন প্রশ্ন উঠতে শুরু করেছে। বিল গেটসের সঙ্গে ইমরান খান যখন বৈঠক করছিলেন, সেই ছবি এবার ফের প্রকাশ্যে আসতে শুরু করায়, তা পাকিস্তানের প্রধানমন্ত্রীকে বিপাকে ফেলতে পারে বলে মনে করা হচ্ছে।