Top
সর্বশেষ

জবি প্রেসক্লাবের ‘বঙ্গবন্ধু, বাংলাদেশ ও গণমাধ্যম’ শীর্ষক আলোচনা সভা

৩১ মার্চ, ২০২২ ৮:১৬ অপরাহ্ণ
জবি প্রেসক্লাবের ‘বঙ্গবন্ধু, বাংলাদেশ ও গণমাধ্যম’ শীর্ষক আলোচনা সভা
জবি প্রতিনিধি :

৩১ মার্চ (বৃহস্পতিবার) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে কর্মরত প্রগতিশীল চিন্তাধারা ও মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তির সাংবাদিকদের সংগঠন জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের আয়োজনে ‘বঙ্গবন্ধু, বাংলাদেশ ও গণমাধ্যম’ শীর্ষক আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ এবং বিশেষ অতিথি হিসেবে শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মোঃ আবুল হোসেন, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান ড. শাহ মোঃ নিসতার জাহান কবির, বাংলাদেশ ছাত্রলীগ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সভাপতি মোঃ ইব্রাহিম ফরাজী, সাধারণ সম্পাদক এস এম আকতার হোসাইন উপস্থিত ছিলেন।

জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের সভাপতি মোস্তাকিম ফারুকীর সভাপতিত্বে, জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আরমান হাসান এর সঞ্চালনায় আলোচনা সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র-কল্যাণ পরিচালক অধ্যাপক ড. আইনুল ইসলাম।

প্রধান আলোচক সুভাষ সিংহ রায়
রাজনৈতিক বিশ্লেষক ও কলাম লেখক সহ উপস্থিত সম্মানিত অতিথি এবং বিশেষ অতিথি গণ ‘বঙ্গবন্ধু, বাংলাদেশ ও গণমাধ্যম’ এর উপর বক্তব্য রাখেন।

এসময় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর, সহকারী প্রক্টর , সাংবাদিক নেতৃবৃন্দসহ বিভিন্ন বিভাগের শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে “রাষ্ট্রভাষা আন্দোলনে বঙ্গবন্ধু” বিষয়ক রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার ও সার্টিফিকেট বিতরণ করা হয়।

শেয়ার