Top
সর্বশেষ

আগামী ২১ এপ্রিল পর্যন্ত রাবির ক্লাস-পরীক্ষা চলবে

০১ এপ্রিল, ২০২২ ১০:৪৩ পূর্বাহ্ণ
আগামী ২১ এপ্রিল পর্যন্ত রাবির ক্লাস-পরীক্ষা চলবে
মাহবুব হুসাইন,রাজশাহী  :

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) আগামী ২১ এপ্রিল পর্যন্ত শ্রেণিকক্ষে পাঠদান কার্যক্রম চলবে। বৃহস্পতিবার (৩১ মার্চ) বিকেলে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক প্রদীপ কুমার পাণ্ডে এ তথ্য নিশ্চিত করেছেন।

অধ্যাপক প্রদীপ কুমার পাণ্ডে জানান, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ক্যালেন্ডারের ছুটির তালিকা অনুসারে ক্লাস-পরীক্ষা যথারীতি চলবে। সেই হিসেবে আগামী ২১ এপ্রিল পর্যন্ত ক্লাস পরীক্ষা চালু থাকবে এবং ২৭ এপ্রিল পর্যন্ত অফিসের কার্যক্রম চলবে।

এছাড়া পবিত্র রমজান মাস উপলক্ষে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অফিসের সময় পুনঃনির্ধারন করা হয়েছে। পরিবর্তীত সময়সূচি অনুযায়ী অফিসসমূহ সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত চলবে। জোহরের নামাজের জন্য দুপুর দেড়টা থেকে ২টা পর্যন্ত বিরতিসহ শুক্র ও শনিবার যথারীতি সাপ্তাহিক ছুটি থাকবে বলে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

শেয়ার