ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়ায় এক সেনা সদস্যের বাড়িতে বিয়ের দাবিতে তার প্রেমিকা অবস্থান নিয়েছে। শুক্রবার (১ এপ্রিল) বিকেলে ২০নং রুহিয়া পশ্চিম ইউনিয়নের মন্ডলাদাম গ্রামের তৌহিদুল ইসলামের ছেলে সেনা সদস্য ইব্রাহীম খলিলের বাড়িতে বিয়ের দাবিতে তার প্রেমিকা অবস্থান নেয়।
মেয়েটির দাবি তার সঙ্গে ঐ সেনা সদস্যের দীর্ঘ আড়াই বছর ধরে প্রেমের সর্ম্পক গড়ে ওঠেছে। প্রেমের সম্পর্কের জেরে ঐ সেনা সদস্য বিভিন্ন সময় তার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের বাড়ীতে মোবাইল ফোনে ডেকে নিয়ে একাধিক বার শারীরিক সম্পর্ক স্থাপন করেছে। বিষয়টি সাংবাদিকসহ এলাকাবাসীকে জানায় মেয়েটি।
মেয়েটির দাবি তাকে সেনা সদস্য ইব্রাহীম খলিল বিয়ে করবে বলে ঘটনার দিন মোবাইল ফোনে তাকে তার বাড়িতে যেতে বলে। তার কথা মতো মেয়েটি সেনা সদস্যের বাড়িতে গেলে ঐ সেনা সদস্য তার সঙ্গে একান্তে কিছু সময় কাটানোর পরে পরিবারের চাপে কৌশলে বাড়ি থেকে পালিয়ে আত্মগোপনে চলে যায়। এ সময় মেয়েটিকে তার পরিবারের সদস্যরা মেয়েটিকে বাড়ি থেকে জোর করে বের করে দেয়ার জন্য শারীরিক নির্যাতন চালায়।
উপায়ন্তর না পেয়ে মেয়েটি বাড়ির উঠানে আশ্রয় নেয় এবং উপস্থিত গণ্যমান্য ব্যক্তি বর্গ সহ সাংবাদিকদের কাছে বিচার চেয়ে একটি লিখিত আবেদন করে। ঘটনাটিকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য স্থানীয় একটি মহল বিভিন্ন ভাবে দেনদরবার চালায়। কিন্তু মেয়েটি বিয়ের দাবিতে অনড় থাকে।
অভিযুক্ত সেনা সদস্য ইব্রাহীম খলিলকে একাধিক বার কল করলে সে কল রিসিভ করেনি। স্থানীয় ইউপি সদস্য আনার আলী ঘটনাটির সত্যতা নিশ্চিত করে বলেন, আমি বিষয়টি জেনেছি। ২০নং রুহিয়া পশ্চিম ইউপি চেয়ারম্যান অনিল কুমার সেন বলেন, এ বিষয়ে মেয়েটির বাড়ি যেহেতু ১নং রুহিয়া ইউনিয়নে সেজন্য আমি রুহিয়া ইউনিয়নের চেয়ারম্যান মনিরুল হক বাবুকে বিষয়টি জানিয়েছি। আমরা দুই চেয়ারম্যান মিলে মীমংসার উদ্যোগ নিয়েছি। রুহিয়া থানার অফিসার ইনচার্জ (তদন্ত) শহীদুর রহমান বলেন, আমি ঘটনাটি শুনেছি, বিষয়টি খতিয়ে দেখছি।