নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার কাদিরপুর ইউনিয়ন থেকে দাফনের দুই মাস পর জাহানারা বেগম নামের এক গৃহবধূর লাশ উত্তোলন করা হয়েছে। নিহতের ভাইয়ের অভিযোগের ভিত্তিতে নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে লাশটি উত্তোলন করে পুলিশ।
শনিবার (২ এপ্রিল) দুপুরে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) কামরুল ইসলাম এর উপস্থিতিতে ঘাটলা গ্রাম থেকে লাশটি উত্তোলন করা হয়।
জানা গেছে, প্রায় ৩০-৩২ বছর আগে কাদিরপুর ইউপির ঘাটলা গ্রামের জাহানারা বেগমের সাথে একই ইউপির গয়েছপুর গ্রামের কুয়েত প্রবাসী হারুনের বিয়ে হয়। চলতি বছরের প্রথম দিকে কুয়েত থেকে দেশে আসেন হারুন। বিদেশ থেকে আসার পর থেকে জাহানারাকে একাধিকবার মারধর করে জখম করে হারুন। এসব ঘটনার জেরে গত ২ ফেব্রুয়ারি রাতের কোন এক সময় ঘরের ভেতরে জাহানারাকে তাহাজ্জুদ নামাজ পড়ারত অবস্থায় পিটিয়ে হত্যা করে সে। পরে পাশের কক্ষে নিয়ে ফ্যানের সাথে ওড়না পেঁছিয়ে ঝুলিয়ে রাখে হারুন। এই ঘটনায় প্রথমে একটি অপমৃত্যুর মামলা হলেও পরে নিহতের ভাই তাজুল ইসলাম বাদী হয়ে গত ৩ ফেব্রুয়ারি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবি পুলিশ পরিদর্শক (এসআই) মো. সাঈদ মিয়া জানান, মৃত্যুর পর নিহতের লাশ তার বাবার বাড়ি ঘাটলা গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। গত সপ্তাহে বেগমগঞ্জ থানা থেকে মামলাটি ডিবিতে হস্তান্তর করা হয়। নিহতের ভাইয়ের দায়ের করা হত্যা মামলার ভিত্তিতে পুনরায় ময়না তদন্তের জন্য লাশটি কবর থেকে উত্তোলন করা হয়েছে। অভিযুক্ত আসামি বর্তমানে জেলা কারাগারে রয়েছে।