Top

শ্রীলঙ্কায় ৪০ হাজার টন চাল পাঠানোর কাজ শুরু করেছে ভারত

০২ এপ্রিল, ২০২২ ৯:২৪ অপরাহ্ণ
শ্রীলঙ্কায় ৪০ হাজার টন চাল পাঠানোর কাজ শুরু করেছে ভারত
আন্তর্জাতিক ডেস্ক :

নয়াদিল্লির কাছ থেকে কলম্বোর ঋণপ্রাপ্তির নিশ্চয়তা পাওয়ার পর ভারতের ব্যবসায়ীরা শ্রীলঙ্কায় ৪০ হাজার টন চাল পাঠানোর কাজ শুরু করেছেন। দেশটিতে ব্যাপক অর্থনৈতিক সংকট শুরু হওয়ার পর প্রথমবারের মতো ভারত বড় ধরনের এই সহায়তা পাঠাচ্ছে।

শনিবার নয়াদিল্লির দুই কর্মকর্তা ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্সকে শ্রীলঙ্কায় চাল পাঠানোর এই তথ্য জানিয়েছেন। প্রায় ২ কোটি ২০ লাখ মানুষের ভারত মহাসাগরীয় অঞ্চলের এই দেশটির বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৭০ শতাংশ কমে যাওয়ায় প্রয়োজনীয় আমদানির মূল্য পরিশোধ করতে পারছে না।

 

উদীয়মান অর্থনীতির দেশ থেকে ভয়াবহ অর্থনৈতিক সংকটের মুখোমুখি হওয়া শ্রীলঙ্কা পরিস্থিতি সামাল দিতে বিদেশি দাতব্য সংস্থা এবং বিশ্বের বিভিন্ন দেশের দ্বারস্থ হয়েছে। শ্রীলঙ্কায় এপ্রিলের মাঝের দিকে নববর্ষ উদযাপনের আগে ভারতের পাঠানো চালের চালান পৌঁছাতে পারে বলে প্রত্যাশা করা হচ্ছে।

জ্বালানির সরবরাহ ঘাটতি, আকাশচুম্বী খাবারের দামের কারণে দেশজুড়ে বিক্ষোভ-প্রতিবাদ শুরু হয়েছে। বিদেশি ঋণ পরিশোধের সক্ষমতা নিয়ে উদ্বেগের মাঝেই আন্তর্জাতিক মুদ্রা তহবিলের সাথে ঋণের ব্যাপারে আলোচনার জন্য প্রস্তুতি নিচ্ছে শ্রীলঙ্কার সরকার।

জ্বালানি, খাবার এবং ওষুধসহ প্রয়োজনীয় পণ্য-সামগ্রীর তীব্র ঘাটতি মোকাবিলায় গত মাসে শ্রীলঙ্কাকে ১০০ কোটি ডলার ঋণ সহায়তা দিতে রাজি হয় বিশ্বের বৃহত্তম চাল রফতানিকারক ভারত।

নতুন করে ভারত আরও ৪০ হাজার টন চাল পাঠিয়ে দেওয়ায় তা কলম্বোকে চালের দাম কমিয়ে আনতে সহায়তা করবে। গত এক বছরের ব্যবধানে দেশটিতে চালের দাম প্রায় দ্বিগুণ হয়েছে; যা দেশজুড়ে প্রতিবাদ-বিক্ষোভে জ্বালানি জুগিয়েছে।

 

ভারতের ঋণ সুবিধা চুক্তির আওতায় শ্রীলঙ্কা স্টেট ট্রেডিং (জেনারেল) করপোরেশনকে চাল সরবরাহকারী পাত্তাভি এগ্রো ফুডসের ব্যবস্থাপনা পরিচালক বি. ভি. কৃষ্ণ রাও বলেন, ‘দক্ষিণাঞ্চলীয় বন্দরগুলোতে চাল বোঝাইয়ের কাজ শুরু হয়েছে।’

তিনি বলেন, ‘দ্রুত চালানের জন্য আমরা প্রথমে কন্টেইনার বোঝাই করছি এবং কিছু দিনের মধ্যে জাহাজ বোঝাই শুরু হবে।’

গত কয়েক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ অর্থনৈতিক সংকটের জেরে সহিংস বিক্ষোভ শুরু হওয়ায় শুক্রবার রাতে দেশজুড়ে জরুরি অবস্থা জারি করেছেন লঙ্কান প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকসে।

বৈশ্বিক একটি বাণিজ্যিক প্রতিষ্ঠানের সহযোগী মুম্বাইয়ের একজন ডিলার বলেন, ‘এপ্রিলের মাঝের দিকে শ্রীলঙ্কায় নববর্ষের সময় যখন চালের চাহিদা ব্যাপক বৃদ্ধি পাবে, সেই সময় ভারতীয় চাল পৌঁছাবে।’

তিনি বলেন, ‘এই মুহূর্তে কেবল ভারতই দ্রুত চাল পাঠাতে পারে। যেখানে অন্য দেশগুলোর চাল পাঠাতে কয়েক সপ্তাহ লাগবে, সেখানে ভারত কয়েকদিনের মধ্যেই পাঠাতে পারবে।’

রাজাপাকসে পরিবারের নেতৃত্বাধীন পূর্ববর্তী প্রশাসন গত এক দশকে শ্রীলঙ্কাকে চীন ঘনিষ্ঠ করে তোলে। যার ফলে নয়াদিল্লিতে অস্বস্তি দেখা দেয়। সেই অস্বস্তি দূর করে দেশটিকে কাছে টানতেই এবার সবার আগে সহায়তা পাঠাচ্ছে নয়াদিল্লি।

পাত্তাভি এগ্রো ফুডসের ব্যবস্থাপনা পরিচালক কৃষ্ণ রাও বলেন, ৪০ হাজার টন চালের চালানটি মূলত ৩ লাখ টনের অংশ; যা আগামী কয়েক মাসের মধ্যে শ্রীলঙ্কায় সরবরাহ করবে ভারত।

২০২১ সালে কলম্বো সব ধরনের রাসায়নিক সার নিষিদ্ধ করার পর চালের অন্যতম আমদানিকারক হয়ে ওঠে শ্রীলঙ্কা। রাসায়নিক সার নিষিদ্ধ করায় দেশটিতে চালের উৎপাদন কমে যায়। যদিও পরবর্তীতে রাসায়নিক সার নিষিদ্ধের সিদ্ধান্ত বাতিল করা হয়।

আগামী কয়েক সপ্তাহের মধ্যে ভারতীয় ব্যবসায়ীরা শ্রীলঙ্কায় চিনি, গমের মতো অন্যান্য প্রয়োজনীয় পণ্য-সামগ্রীর রফতানি শুরু করবে বলে জানিয়েছেন ওই ডিলার।

শেয়ার