Top
সর্বশেষ

টেস্টে প্রথম নারী আম্পায়ার ক্লেয়ার

০৭ জানুয়ারি, ২০২১ ২:৩১ অপরাহ্ণ
টেস্টে প্রথম নারী আম্পায়ার ক্লেয়ার
স্পোর্টস ডেস্ক :

ওয়ানডের পর এবার ছেলেদের টেস্টেও প্রথম নারী আম্পায়ার হওয়ার গৌরব অর্জন করলেন ক্লেয়ার পোলোসাক। ভারত-অস্ট্রেলিয়া মধ্যকার তৃতীয় টেস্ট ম্যাচে চতুর্থ আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি। ২০১৮ মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপে আম্পায়ারের ভূমিকায় ছিলেন পোলোসাক। মেয়েদের বিগব্যাশেও আম্পায়ারিং করে ইতিহাস গড়েছেন তিনি।

টেস্টে আইসিসির নিয়ম অনুযায়ী, রিজার্ভ আম্পায়ার নিয়োগ করে থাকে সিরিজ আয়োজককারী ক্রিকেট বোর্ড। সিরিজ এবার অস্ট্রেলিয়ায় হওয়ায় পোলোসাককে সুযোগ করে দিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। আইসিসির আম্পায়ার প্যানেলে মনোনীত ব্যক্তিদের মধ্য থেকে বাছাই করে সিদ্ধান্তটি নিয়েছে সিএ।

৩২ বছর বয়সী পোলোসাক পুরুষদের ওয়ানডেতে প্রথম নারী অন-ফিল্ড আম্পায়ার হিসেবে দায়িত্ব পালনের রেকর্ড গড়েন ২০১৯ সালে। সেবার নামিবিয়া ও ওমানের মধ্যে ওয়ার্ল্ড ক্রিকেট লিগ ডিভিশন টু-র ফাইনালে দায়িত্ব পালন করেন তিনি। এর আগে ২০১৭ সালে প্রথম নারী হিসেবে অস্ট্রেলিয়ার ঘরোয়া ক্রিকেটে ছেলেদের ম্যাচ পরিচালনা করেছিলেন তিনি।

বাণিজ্য প্রতিদিন/এমআর

শেয়ার