ফরিদপুর সদর উপজেলার গেরদায় এ এফ মুজিবুর রহমান মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেনীর ছাত্র নাঈম শেখ (১৩) বেপরোয়া মাটিবাহী ট্রলির চাপায় মৃত্যুর ঘটনায় চালকের শাস্তি ও ছাত্র-ছাত্রীদের নিরাপদ সড়কের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রোববার সকাল ১০টায় বিদ্যালয়ের সামনের সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন থেকে তারা কিশোর নাঈম শেখের মৃত্যুর ঘটনাকে নির্মম জানিয়ে শোক প্রকাশ করা হয়। আর নাঈমের মত যেন কোন শিশুকে রাস্তায় গাড়ি চাপায় মরতে না হয় এমন দাবী তাদের। ঘন্টাব্যাপী মানববন্ধন থেকে এলাকাবাসী ও শিক্ষার্থীরা ওই ট্রলির চালকের দৃষ্টান্ত মূলক শাস্তি দাবী ও নিরাপদ সড়ক নিশ্চিত করার দাবী জানান। এসময় রাস্তার দুই পাশে কয়েকশ শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও এলাকাবাসী মানববন্ধনে অংশ নেন।
উল্লেখ্য, গত ৩১ মার্চ দুপুরে নাঈম স্কুল থেকে বাই সাইকেল যোগে বাড়ী ফেরার সময় স্কুলের অদুরে দীঘিরপাড় মোড় এলাকায় বেপরোয়া মাটিবাহী ট্রলির চাপায় পিষ্ঠ হয়ে নিহত হন। এসময় স্থানীয়রা ট্রলি ও চালককে আটক করে পুলিশের হাতে তুলে দেন। নিহত নাঈম একই উপজেলার আলীয়াবাদ ইউনিয়নের গদাধরডাঙ্গী গ্রামের গরিব দিনমজুর সেকেন্দার শেখের ছোট ছেলে।