Top
সর্বশেষ
লেবাননে ইসরায়েলি বিমান হামলায় ফের নিহত ১৯ চাঁপাইনবাবগঞ্জে ডাকাত সন্দেহে দুই ভাইকে পিটিয়ে হত্যা সাফ চ্যাম্পিয়ন নারী ফুটবলারদের সংবর্ধনা দেবেন প্রধান উপদেষ্টা ১৫৭৫ টাকা বেড়ে সোনার ভরি ১ লাখ ৪৩ হাজার টাকা ছাড়ালো মব জাস্টিসের নামে সংঘটিত হত‍্যাকাণ্ডের তদন্ত প্রয়োজন: ভলকার তুর্ক পুঁজিবাজারে বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে কাজ করবো: অর্থ উপদেষ্টা খরচ কমিয়ে হজের প্যাকেজ ঘোষণা রাজনীতিতে শেখ হাসিনার ফ্যাসিস্ট পার্টির জায়গা নেই: ড. ইউনূস বিকেলে বিএসইসিতে যাচ্ছেন অর্থ উপদেষ্টা, চূড়ান্ত হবে নীতিসহায়তার বিষয় পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশকে সহায়তা করবে জাতিসংঘ: ভলকার তুর্ক

রংপুরের ৮ জেলায় শীতের আমেজ বিরাজ করছে

০৩ এপ্রিল, ২০২২ ৪:৫৭ অপরাহ্ণ
রংপুরের ৮ জেলায় শীতের আমেজ বিরাজ করছে
সাজ্জাদ হোসেন বাপ্পী, রংপুর :

সারাদেশে গরম পড়লেও গত কয়েকদিন ধরে রংপুর অঞ্চলের ৮ জেলায় শীতের আমেজ বিরাজ করছে। দিনভর আকাশ কালো মেঘে ঢাকা পওে থাক। আর রাত হলেই শীত। বৈদ্যুতিক ফ্যান, এসি বন্ধ রেখে অনেককেই গায়ে জড়িয়ে নিচ্ছেন কাঁথা-কম্বল। মাঝেমধ্যে ঝড়ো হাওয়া বয়ে যাচ্ছে, ঝড়ছে হাল্কা ঝিরি বৃষ্টি।

প্রকৃতির নিয়ম অনুযায়ী ষড়ঋতুর এই দেশে এখন চৈত্রের খরতাপে মানুষসহ প্রাণীকুলে জীবন ওষ্ঠাগত হওয়ার কথা। আবহাওয়ার নিয়ম বিরুদ্ধ এই আচরণে মানুষ সুখানুভূতি লাভ করলেও এটি জলবায়ু পরিবর্তনের নেতিবাচক পপ্রাব বলে জানিয়েছেন রংপুর আবহাওয়া বিভাগ। গত ৫ থেকে ৭ দিন ধরে এই অঞ্চলে শীতল হাওয়া আর থেকে থেকে হাল্কা বৃষ্টি হচ্ছে। চার দিনে ১৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ডের কথা জানিয়েছে রংপুরের আবহাওয়া অফিস।

দিনভর সূর্যের দেখা না মেলায় হাল্কা শীতের অনুভূতিতে রাতে অনেকের শরীওে হাল্কা গরম পোষাক পরতে দেখা যায়। বন্ধ রাখা হচ্ছে শীতাতপ নিয়ন্ত্রণযন্ত্র ও বৈদ্যুতিক পাখা। নগরীর আশেপাশের গ্রামগুলোতে ভোরবেলা কর্মজীবী মানুষকে গায়ে হাল্কা গরম কাপড় গয়ে জড়িয়ে বের হতে হচ্ছে।

রংপুর আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুল হাসান গত ৪ দিনে ১৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করার কথা জানিয়ে তিনি বলেন, বৈশ্বিক উষ্ণতাববৃদ্ধির কারণে জলবায়ু পরিবর্তনের প্রভাবেই অসমে এই বৃষ্টিপাত। সঙ্গে উত্তরে হিমেল হাওয়া বয়ে যাচ্ছে কয়েক দিন ধরে। এ অবস্থা আরও কয়েকদিন দিন বিরাজ করবে। কিন্তু চৈত্রের দাবদাহের সঙ্গে মাঝেমধ্যেই এমন পরিস্থিতি বিরাজ করবে। এটি প্রকৃতির বিরূপ আচরণ বলে জানান এই আবহাওয়াবীদ।

এদিকে তীব্র গরমের মধ্যে হঠাৎ শীতের অনুভূতির ফলে অনেকের গলাব্যাথা, জ্বর ও সর্দির মতো রোগবালাই দেখা দিতে পারে। বিশেষত শিশুদের নিয়ে বাড়তি সাবধানতা অবলম্বনের পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। পারতপক্ষে স্বাভাবিক তাপমাত্রা বজায় রাখতে প্রয়োজনে বৈদ্যুতিক পাখা বন্ধ রাখা ও হাল্কা কাঁথা গায়ে রাখার পরামর্শ দিচ্ছেন তারা। শিশুদের বেলায় বাড়তি সাবধানতা অবলম্বনের কথা বলছেন তারা।

 

শেয়ার